
দেশচিন্তা ডেস্ক: ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় (বাংলাদেশ সময় ৬টা বেজে ১৫ মিনিটে) আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তের দক্ষিণ-পূর্বের খানডুড এলাকায় ওই ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। এমনকি ওই ভূমিকম্পের জেরে কেঁপে ওঠে জম্মু-কাশ্মীরের একাংশও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। যদিও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি।
গত ৩১ অগস্ট রবিবার মধ্যরাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল আফগানিস্তানের পূর্বাঞ্চল। ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৬। মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। ভূমিকম্পের তীব্রতা এত বেশি ছিল যে কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েক সেকেন্ড কম্পন অনুভূত হয়। প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন টের পাওয়া গিয়েছে।
ভয়াবহ ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে পাকিস্তান সীমান্ত লাগোয়া কুনার ও নানগারহার প্রদেশ। ওই ভয়াবহ ভূমিকম্পে ২২০০-র বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। গুরুতর জখম হয়েছিলেন আরও ৪,৪১৭ জন। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। ওই ভয়াবহ ভূমিকম্পের চার দিন বাদে ফের ৪ সেপ্টেম্বর আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চল কেঁপে উঠেছিল।
হিন্দুকুশের অন্তর্গত আফগানিস্তানে ভূমিকম্প নতুন কোনও ঘটনা নয়। এখানে ইন্ডিয়ান প্লেটের সঙ্গে ইউরেশিয়ান প্লেটের প্রায়শই সংঘর্ষ ঘটে। গত ১০ বছরে ৩০০ কিলোমিটার বিস্তৃত এলাকায় ১০ বার বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রতিটি কম্পনের মাত্রা ছিল ৬-এর উপরে। ২০১৫ সালে ৭.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল কাবুলিওয়ালার দেশ।