আজ : শুক্রবার ║ ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৫শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

কর্ণফুলীর ব্রীজঘাটে ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবিতে জামায়াতের মানববন্ধন

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ব্রীজঘাট কাঁচাবাজার মোড় ও ইছানগর বিএফডিসি সংযোগ সড়কে ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্ণফুলী উপজেলা শাখার উদ্যোগে এবং স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে ব্রীজঘাট-ইছানগর বিএফডিসি সংযোগ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চরপাথরঘাটা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ মুছা মেম্বার সভাপতিত্বে ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ফরিদ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা আমীর মাষ্টার মনির আবছার চৌধুরী।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্রীজঘাট কর্ণফুলীর একটি গুরুত্বপূর্ণ বাজার, যেখানে মইজ্জারটেক ও বিএফডিসিসহ বিভিন্ন সড়কের সংযোগ রয়েছে। প্রতিদিন কয়েক হাজার মানুষ এই পথে যাতায়াত করে। বাজার এলাকা হওয়ায় যানজট নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে।

তারা আরও বলেন, এই সড়ক দিয়ে অসংখ্য শিক্ষার্থী, শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শ্রমিক প্রতিদিন চলাচল করে। ডায়মন্ড সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, এস. আলম সুগার, মেরিন ফিশারী, সী রিসোর্স ও ডিপ সী লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এলাকাবাসীর পক্ষ থেকে বক্তারা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি)-এর কাছে ব্রীজঘাট এলাকায় দ্রুত একজন ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি জানান, যাতে জনদুর্ভোগ লাঘব ও নিরাপদ চলাচল নিশ্চিত করা যায়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ