
দেশচিন্তা ডেস্ক: আজ ১৭ ই অক্টোবর ( শুক্রবার) সন্ধ্যা ৭ টায় বন্দর ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় নগরীর আন্দরকিল্লায় ছাত্র ও যুব ইউনিয়ন এর প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ যুব ইউনিয়ন, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরীর সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শুভ দেব নাথের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলার সভাপতি টিকলু কুমার দে; যুব ইউনিয়ন কোতোয়ালি থানা শাখার সভাপতি রুপন দাশ; যুবনেতা শান্তুনু চৌধুরী; ছাত্রনেতা ডেনি বিশ্বাস; শিরিন আক্তার; আশিক এলাহি; ঋশু সাহা প্রমূখ।
সভায় বক্তারা বলেন, সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূতভাবে লাভজনক টার্মিনাল নিউমুরিং কন্টেইনার টার্মিনালসহ চট্টগ্রাম বন্দরের অন্য ২টি টার্মিনালের নিয়ন্ত্রণ ৩০ বছরের জন্য বিদেশি কোম্পানির হাতে তুলে দিতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। দেশের প্রধান সমুদ্রবন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার অর্থ হলো দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলা। বন্দর শ্রমিকসহ দেশের ছাত্র-জনতা এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে। দেশের জনগণের বিরোধিতা সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকার চট্টগ্রাম বন্দরের তিনটি গুরুত্বপূর্ণ টার্মিনালের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দিতে চায়।
বক্তারা আরো বলেন, দেশের জনগণের মনে এই প্রশ্ন উদিত হয়েছে যে, এই অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ কোন বিদেশি শক্তির তাবেদারি করছে। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ কোনোভাবেই বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া চলবে না। দেশীয় সক্ষমতা বাড়ানোর মাধ্যমে দেশীয় কোম্পানির দ্বারাই বন্দর পরিচালনা করতে হবে। অবিলম্বে সরকারকে এই চুক্তির সিদ্ধান্ত বাতিল করতে হবে।
অন্তর্বর্তীকালীন সরকার এখতিয়ার বহির্ভূতভাবে করতে যাওয়া এই চুক্তি থেকে যদি সরে না আসে তবে সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের ঘোষণা দিয়ে ছাত্র ও যুব নেতারা বলেন , আমরা বামপন্থী ছাত্র-যুবসহ সকল স্তরের জনগণকে সাথে নিয়ে রাজপথে নেমে আসতে বাধ্য হবো। আমরা বন্দর রক্ষায় রোডমার্চ করেছি। প্রয়োজনে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, হরতাল সহ অন্যান্য কর্মসূচি করে সরকারকে আমাদের দাবি মেনে নিতে আমরা বাধ্য করবো। তবুও চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দিতে দেওয়া হবে না। তাই, আমরা দেশের সর্বস্তরের জনগণকে গণবিরোধী এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজপথে নেমে আসার উদাত্ত আহ্বান জানাই।