আজ : বুধবার ║ ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

টানা তৃতীয়বার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল সৌদি আরব

দেশচিন্তা ডেস্ক: জেদ্দায় মঙ্গলবার রাতে এশিয়ার চতুর্থ রাউন্ডের গ্রুপ ‘বি’ ম্যাচে ইরাকের সঙ্গে গোলশূন্য ড্র করে আগামী বছরের ফিফা বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে সৌদি আরব।

এটি টানা তৃতীয়বার সৌদি আরবের বিশ্বকাপ খেলার সুযোগ, আর মোট ছয়বার অংশগ্রহণের পর এবার তারা সপ্তমবার মূল পর্বে খেলবে। অন্য গ্রুপ থেকে কাতারও ইতিমধ্যে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

চতুর্থ রাউন্ডে ছয়টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে সরাসরি দুইটি বিশ্বকাপ স্থান নিশ্চিত করার জন্য লড়াই করেছে।

গ্রুপ ‘বি’-র রানার্স-আপ ইরাক নভেম্বর মাসে গ্রুপ ‘এ’-র দ্বিতীয় স্থান অধিকারী সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্লে-অফ খেলবে। বিজয়ী দল পরে আন্তঃমহাদেশীয় প্লে-অফে অংশ নেবে।
ম্যাচের শুরুতে উভয় দলই আক্রমণে কার্যকর ছিলেন না। প্রথমার্ধের ১৩ মিনিটে ইরাকের সালেহ আবু আল-শামাত হুমকি সৃষ্টি করলেও গোল করতে পারেননি।

দ্বিতীয়ার্ধে সৌদি আরব আক্রমণ বাড়লেও ইরাকি গোলরক্ষক জালাল হাসান তা প্রতিহত করেন। শেষ মুহূর্তে ইরাকের ফ্রি কিকও নওয়াফ আল-আকিদি রুখে দেন।

সৌদি আরবের এক পয়েন্টই ছিল বিশ্বকাপ নিশ্চিত করার জন্য যথেষ্ট। ম্যাচের ড্র ফলে পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানের কারণে ইরাক বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।

আর তাতেই বিশ্বকাপ ইতিহাসে ১৯৯৪ সালের অভিষেকের পর সপ্তমবারের জন্য খেলার সুযোগ নিশ্চিত হলো সৌদি আরবের।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ