আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে ফুটপাত দখল করে তৈরি অস্থায়ী দোকান উচ্ছেদ

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম নগরের কে বি ফজলুল কাদের রোড ও মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার ফুটপাত ও নালা দখল করে গড়ে ওঠা ৪৫টি অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে সিটি কর্পোরেশন (চসিক)।

মঙ্গলবার (৭ অক্টোবর) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে দোকান, ভ্যানগাড়ি ও বিভিন্ন মালামাল সরিয়ে দেওয়া হয়।

চসিকের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাত ও নালা দখল করে দোকান বসানোয় পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল। জনদুর্ভোগ দূর করতেই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ফুটপাতে দোকানের মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে সাতজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয় এবং মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। নগরবাসীর স্বাচ্ছন্দ্য চলাচল নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের উচ্ছেদ অভিযান চলবে। কেউ পুনরায় ফুটপাত দখল করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ