
দেশচিন্তা ডেস্ক: চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে শেষ মুহূর্তের গোলে নাটকীয় ড্র আদায় করে নিল মোনাকো।
বুধবার (০১ অক্টোবর) রাতে ঘরের মাঠে এরিক ডায়ারের ৯০ মিনিটের স্পটকিক সিটিকে থামিয়ে দেয় ২-২ সমতায়। ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়েও জয় হাতছাড়া করল পেপ গার্দিওলার দল।
প্রথমার্ধে দুই গোল করেন আর্লিং হালান্ড। তবে জর্ডান টেজের দ্রুত সমতা ফেরানো গোলে ম্যাচ শুরু থেকেই জমে ওঠে। শেষদিকে ভিএআর রিভিউতে পাওয়া পেনাল্টি থেকে গোল করে সিটির জয়োৎসব কেড়ে নেন ডায়ার।
দ্বিতীয় রাউন্ড শেষে সিটি চার পয়েন্ট নিয়ে আছে সান্ত্বনায়, আর ক্লাব ব্রুজের কাছে বড় হারের পর মোনাকোর সংগ্রহ মাত্র এক পয়েন্ট। আগামী ২১ অক্টোবর সিটি খেলবে ভিয়ারিয়ালের মাঠে, আর পরদিন টটেনহ্যামের মুখোমুখি হবে মোনাকো।
লুই স্টেডিয়ামে ফাঁকা গ্যালারির মাঝেই ম্যাচের শুরু থেকে আক্রমণ চালায় সিটি। ১৫ মিনিটে প্রতিরক্ষা ভেদ করে হালান্ড দারুণ এক লব শটে গোলকিপার ফিলিপ কোয়েনকে পরাস্ত করেন। এটি ছিল চ্যাম্পিয়নস লিগে তার ৫০ ম্যাচে ৫১তম গোল। তবে এর তিন মিনিট পরই হাই প্রেসিংয়ে বল কেড়ে নিয়ে দুর্দান্ত শটে গোল করেন টেজে। সিটির জিয়ানলুইজি দোন্নারুম্মার কোনো কিছু করার ছিল না।
এরপর প্রায় পুরো সময়টা নিজেদের অর্ধে গুটিয়ে ছিল মোনাকো। ফিল ফোডেনের শট ক্রসবার কাঁপালেও ব্যবধান বাড়াতে পারেনি সিটি। তবে বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে আবারও হাজির হন হালান্ড। নিকো ও’রেইলির ক্রসে হেড করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। বিরতির পর ঘুরে দাঁড়ায় মোনাকো। আকলিউশের শট কর্নারে ঠেলে দেন দোন্নারুম্মা। এরপরও সিটির আধিপত্য চলতে থাকে। ৭৪ মিনিটে হালান্ডের শক্তিশালী শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
মনে হচ্ছিল এক গোলে জয় নিয়েই মাঠ ছাড়বে সিটি। কিন্তু শেষ মুহূর্তে সব উল্টে যায়। ভিএআরে দেখা যায়, নিকো গনসালেজের পা ডায়ারের মাথায় লাগে। সেখান থেকেই পেনাল্টি পায় মোনাকো। ঠাণ্ডা মাথায় গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে গোল করেন ডায়ার। অধিকাংশ সময় রক্ষণে থাকা মোনাকো এভাবেই লড়াই করে এক পয়েন্ট তুলে নেয়, আর সিটির হাতে রয়ে গেল হতাশাই।