আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ময়দানে জনশক্তিকে কাজে লাগিয়ে চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনতে হবে- অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি ও চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, নির্বাচনে বিজয়ের জন্য কঠোর পরিশ্রম করতে হবে, ময়দানে জনশক্তিকে কাজে লাগিয়ে চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনতে হবে। এখন থেকে প্রত্যেক সেন্টারে পরিকল্পিত ভাবে কাজ করে যেতে হবে।

ফটিকছড়ি উপজেলার একটি স্থানীয় বিদ্যালয়ের অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা নাজিম উদ্দীন ইমু এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা ইউছুপ বিন সিরাজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ নুর নবী, চট্টগ্রাম মহানগরী শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ নুরুন নবী, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুদ্দৌলা, ভূজপুর থানা জামায়াতের আমির অধ্যাপক জাহাঙ্গীর আলম,চট্টগ্রাম জর্জ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস, উপজেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ইসমাঈল গণি।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন মাস্টার নাজিম উদ্দীন শিকদার, শফিউল আলম নূরী, মো. আবু তাহের, মাস্টার আব্দুর রহিম, সিরাজুল হক, গাজী বেলাল, নবীর হোসেন মাসুদসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ