দেশচিন্তা নিউজ ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -৭ (রাংগুনিয়া ও বোয়ালখালী আংশিক- শ্রীপুর-খরণদ্বীপ) আসনে ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচনী মাঠে নামার পূবেই হামলা মামলা ও গ্রেফতার আতংকে নেতা কর্মীরা এলাকা ছাড়া। আজ ১৬ ডিসেম্বর বিজয়ের মাসে সব হামলা মামলা উপেক্ষা করে রাংগুনিয়া পৌরসভা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে কয়েকটি ইউনিয়নে গণসংযোগ করেন। তিনি ঢাকা টাইমসকে বলেন,আজ আমি বুঝতে পেরেছি রাংগুনিয়াবাসী আমাকে ও ধানের শীষ প্রতীককে অত্যন্ত ভালবাসে। এলাকার মানুষ তাকে একনজর দেখার জন্য কত ব্যকুলতা প্রকাশ করেছেন। তিনি আরো বলেন আমি আপনাদেরই সন্তান আপনাদের প্রিয় প্রতীক ধানের শীষ নিয়ে আপনাদের দরজায় আসতে আমার আনেক চড়াই উৎড়ায় পার করতে হয়েছে। ইন শাহ্ আল্লাহ আমি আপনাদের পাশে থাকবো সব সময়। পথ সভায় তিনি আরো বলেন, আসুন আমরা সবাই সকল আন্যায়, অত্যাচার ও জুলুমের বিরুদ্বে রূখে দাড়াই্ । সমাজে ন্যায় বিচার,শান্তি-শৃংখলা ও স্ব -আবস্থান প্রতিষ্টা করি। এ সময় বিভিন্ন এলাকার মুরুব্বীরা ধানের শীষ প্রতীকের প্রার্থী মো; নুরুল আলমকে বুকে জড়িয়ে ধরেন। এলাকার সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে আসে ধানের শীষ প্রতীকের সাথে একাত্বতা প্রকাশ করেন। এ সময় ধানের প্রার্থী মো: নুরুল আলমের সাথে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সাথে ছিলেন।