আজ : রবিবার ║ ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ║ ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বুদ্ধিজীবীদের প্রকৃত শ্রদ্ধা জানাতে নৌকায় ভোট চাইলেন চট্টগ্রামের পেশাজীবীরা 

দেশচিন্তা নিউজ ডেস্ক:

শহীদ বুদ্ধিজীবীদের প্রকৃত শ্রদ্ধা জানাতে চট্টগ্রামের পেশাজীবীরা নৌকায় ভোট চাইলেন । শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের নেতৃবৃন্দ এই আহ্বান জানান। শ্রদ্ধান্জলী দিয়ে শহীদদের সন্মান জানান বিভিন্ন পেশার নেতৃবৃন্দ ।

এ সময় এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক ও বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি পেশাজীবী- নাগরিক সংগঠক রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. বেনু কুমার দে, চট্টগ্রাম কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ও চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, মুক্তিযোদ্ধা পরিবেশবিদ প্রফেসর ড.মুহাম্মদ ইদ্রিস আলী, কাউন্সিলর গিয়াসউদ্দিন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইফুল সাইফুল আলম বাবু,চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, সাবেক কাউন্সিলর এডভোকেট রেহেনা বেগম রানু ও আলহাজ জামাল হোসেন, সিনিয়র সাংবাদিক মাখন লাল সরকার, মুক্তিযোদ্ধা সংগঠক দেওয়ান মকসুদ আহমদ, চট্টগ্রাম মহানগর পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, এডভোকেট জিনাত সোহানা চৌধুরী,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট সহকারী অধ্যাপক অসীম কুমার রায়, ব্যান্ড শিল্পী ইকবাল হোসেন, চ,বি,বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ সভাপতি পুষ্পেন বড়ুয়া (কাজল), সাংস্কৃতিক সংগঠক লিপটন মাহমুদ, সমাজকর্মী মিঠু কুমার দাশ, সংগঠক আসিফ ইকবাল, ছাত্রনেতা শফিউল আজম জিপু,দিদারুল ইসলাম মুরাদ,তৌহিদুল ইসলাম রিপন,সাইফুল ইসলাম বাপ্পী,শাহরিয়ার মুনির জিসান,মোবারক হোসেন, আতাউর রহমান সাকিব,জয়নাল আবেদীন প্রমুখ। বক্তব্যদানকালে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন, জাতির এই বীর বুদ্ধিজীবীদের কাছে আমরা ঋণী। সমাবেশের সভাপতি সাংবাদিক ও নাগরিক সংগঠক রিয়াজ হায়দার চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধে আত্নদানকারী বুদ্ধিজীবীদের প্রকৃত সন্মান জানাতে হলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রগতিশীল রাজনৈতিক শক্তিকেই নিরন্কুশ বিজয়ী করে ফের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে। তবেই আমাদের মুক্তিযুদ্ধের চেতনার প্রকাশ অব্যাহত থাকবে।#

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ