
দেশচিন্তা নিউজ ডেস্ক:
সামাজিক সাংস্কৃতিক শিক্ষা ও সেবামূলক সংগঠন শচীন্দ্র সিকদার- সুখপ্রভা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আগামীকাল ১৫ ডিসেম্বর বিকাল তিনটায় নগরীর চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে রত্নাগর্ভা মাতা স্বর্গীয় সুখপ্রভা সিকদার এর মৃত্যুতে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হবে। শোক সভায় চট্টগ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও পেশাজীবি নেতৃবৃন্দ স্মৃতিচারণ ও শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখবেন। উক্ত শোকসভায় সংশ্লিষ্ট সকলসহ সকল সাংস্কৃতিক ও পেশাজীবী নেতৃবৃন্দদের উপস্থিত থাকার জন্য শোকসভা উদযাপন পরিষদের আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন চৌধুরী ও সদস্য সচিব ডা. মোঃ জামাল উদ্দিন বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, রত্নাগর্ভা মাতা স্বর্গীয় সুখপ্রভা সিকদার বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গত ৮ নভেম্ভর দুপুর ২টা ৩০ মিনিটের সময় নগরীর রুমঘাটাস্থ ছেলের বাসায় পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৫ বৎসর।