ফটিকছড়ি প্রতিনিধি:
চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাঊেশ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা জহুরুল ইসলাম রেজা বলেছেন জাতীয় পার্টির রাজনীতি উন্নয়ন সমৃদ্ধি দেশ গড়ার রাজনীতি। স্বাধীনতা পরবর্তী বাংলার ইতিহাসে পল্লীবন্ধুর শাসনামল সোনালী অধ্যায় হয়ে আছে। জাতীয় পার্টি গণতন্ত্র, স্বাধীনতা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। ক্ষমতায় থাকাকালে নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি, বেকারত্বমুক্ত, শ্রমজীবিদের কর্মসংস্থান, সন্ত্রাস দমনে বিশেষ ভূমিকা সহ ফটিকছড়ি আসনে যে উন্নয়ন করেছেন তা আজও ভুলে নাই এখনকার মানুষ। তিনি বলেন পল্লীবন্ধুর স্বপ্নের সন্ত্রাস দূর্নীতি বেকারত্বমুক্ত সমৃদ্ধ নতুন বাংলা গড়তে জাতীয় পার্টির প্রার্থীকে লাঙ্গলে ভোট দিয়ে বৈষম্যের রাজনীতির অবসানে এগিয়ে আসতে মুক্তিকামী ফটিকছড়িবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি আজ ১৪ ডিসেম্বর বিকাল ৩টা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে দাঁতমারা বাজারে অনুষ্টিত এক মতবিনিময় সভায় সমবেত জনতার উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ফটিকছড়ি উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শফিউল আজম শফির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর যুব সংহতির সভাপতি সাইফুল্লাহ সাইফু, জাপা নেতা রেজাউল করিম রেজা, ফরিদ কোম্পানী, ইউপি জাপা সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, সহ সভাপতি আবদুল মোমিন, আবু তাহের হোসাইনী, আলমগীর রেজা, ফজল কাদের, মাসুদ পারভেজ, শফিউল আলম শফি, শাহীন আলম, মো: সোহাগ, মো: রফিক প্রমুখ।