সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের ২০ দলীয় জোটের মনোনীত প্রার্থী আ.ন.ম শামসুল ইসলাম এর ধানের শীষ প্রতীকের সমর্থনে ২০ দলীয় জোট সাতকানিয়া উপজেলার এক বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক শেখ মো: মহিউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরো উপস্থিত ছিলেন ধানের শীষ প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর অধ্যাপক জাফর সাদেক, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফয়েজ, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবদুল গফ্ফার চৌধুরী, উপজেলা বিএনপি’র সেক্রেটারী ও সাবেক সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ মুজিবুর রহমান, জামায়াত নেতা মাষ্টার আবদুস সোবহান ও উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব ইব্রাহীম চৌধুরী প্রমুখ।
বৈঠকে নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের ২০ দলীয় জোট মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মাওলানা আ.ন.ম শামসুল ইসলামকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আহবান জানান। নেতৃবৃন্দ ২০ দলীয় জোটের সকল নেতাকর্মীকে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহবান জানায়।