
দেশচিন্তা নিউজ ডেস্ক:
সাতকানিয়া উপজেলার মাদার্শা ও সোনাকানিয়া ইউনিয়নে ১৩ ডিসেম্বর মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ড. আবু রেজা নদভী বাংলাদেশ আওয়ামীলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা ও সাতকানিয়া উপজেলার সিনিয়র নেতৃবৃন্দদের সাথে নিয়ে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেন। মাদার্শা ইউনিয়নের বাবুনগর, মাদার্শ আশ্রয়ন প্রকল্প, দেওদীঘি এলাকায় গণসংযোগ শেষে মৌলভীর দোকান এলাকায় পথসভায় বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিছ, সাতকানিয়ার পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন কবির, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম সিকদার, উপ –প্রচার সম্পাদক হারুন অর রশিদ, সাবেক ছাত্রলীগের আহবায়ক জানে আলম জামাল, মাদার্শা ইউপি চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী, সাতকানিয়া ইউপি চেয়ারম্যান নেজাম উদ্দিন, নলুয়া ইউপি চেয়ারম্যান তসলিমা আক্তার, মাদার্শা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, সাবেক চেয়ারম্যান নাজমুল আলম চৌধুরী, লায়ন ওসমান গনি চৌধুরী, আওয়ামীলীগ নেতা কায়েস চৌধুরী, এরফানুল করিম চৌধুরী, মোহাম্মদ জোবায়ার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হারেজ মোহাম্মদ, নিজানুর রহমান মারুফ, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাছির প্রমুখ।
সোনাকানিয়া ইউনিয়নের উত্তর, মধ্যম, দক্ষিণ গারাংগিয়া আলুরঘাট, সেনেরহাট, মির্জারখীল বোর্ড অফিস ও বাংলা বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ শুরুর আগে গারাংগিয়ার পীর সাহেবকে সাথে নিয়ে হযরত বড় হুজুর ও ছোট হুজুর (রাহ:) এর মাজার জিয়ারত করেন এবং মাদ্রাসা সংলগ্ন মার্কেটের সামনে পথসভায় বক্তব্য রাখেন। গারাংগিয়ার পীর সাহেব হযরত শাহ মাওলানা আনোয়ারুল হক ছিদ্দিকীর সভাপতিত্বে পথসভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শাহজাদা মমতাজুল ইসলাম ছিদ্দিকী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, উপজেলা কৃষকলীগের সভাপতি লুৎফুর রহমান, এডিশনাল পিপি কামাল উদ্দিনসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পথসভায় বক্তব্যে প্রফেসর ড. আবু রেজা নদভী এমপি বলেন, বিগত পাঁচ বছরে দীর্ঘ উন্নয়ন বঞ্চিত সাতকানিয়া লোহাগাড়ার উন্নয়নে দুই হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, তাঁর গৃহীত ভবিষ্যত মেগা প্রকল্প গুলো বাস্তবায়িত হলে সাতকানিয়া লোহাগাড়া হবে দেশে উন্নয়নের রোল মডেল। তিনি আগামী জাতীয় একাদশ নির্বাচনে নৌকা মার্কায় দিয়ে অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার এবং ভবিষ্যত পরিকল্পনা বাস্তবায়নের সুযোগদানের জন্য জনগনের প্রতি উদাত্ত আহবান জানান।