
দেশচিন্তা ডেস্ক: গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ঘটিায় পাথরঘাটা পুরাতন ফিশারীঘাট এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড সি-ইউনিট-পাথরঘাটা ইকবাল রোড, ফিশারীঘাট, মনোহরখালী, এনজেড গলি, বারেক কলোনী এলাকা, গুর্খা ডাক্তার লেইন, কলাবাগান জেলে পাড়া এলাকা, পাথরঘাটা বংশাল রোড, জলিলগঞ্জ ও বন পাড়া, শেখ পাড়া এলাকা বিএনপি’র সম্মেলন ২০২৫ পাথরঘাটা ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ দিদার’র সভাপতিত্বে ও আসিফ ইকবাল জনি’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ হাসান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ সালাহউদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ আলম, সদস্য মোঃ বশির, মোঃ জাহেদ হোসেন, শহীদুল ইসলাম আরজু, মোঃ আনোয়ার, মোঃ খোরশেদ, মোঃ ইব্রাহিম, মোঃ ইসমাইল, মোঃ আলী, বি-ইউনিট বিএনপির সহ-সভাপতি ইউনুচ হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ মুসা, এ-ইউনিট বিএনপি নেতা মোঃ রিদুওয়ান, মোঃ ইদ্রিচ, কোতোয়ালী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন নাবিল, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ সায়েম, মোঃ জামাল, ওয়ার্ড যুবদল নেতা মোঃ জাহাঙ্গীর, মোঃ সালাউদ্দিন, নাঈম ফয়সাল, শ্রমিক দল নেতা মোঃ আকবর, ইউনুস কোম্পানী, ওয়ার্ড ছাত্রদল নেতা মোঃ ইব্রাহিম, মোঃ রায়হান প্রমুখ। সম্মেলনে বক্তব্য বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার রূপরেখা জনগণের হাতে পৌছে দেওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। উক্ত সম্মেলনে সর্বসম্মতিক্রমে মোঃ আবু তৈয়ব সভাপতি, মোঃ কামরুল ও মোঃ আবদুর রব সহ-সভাপতি, মোহাম্মদ ফারুক সাধারণ সম্পাদক, মোহাম্মদ জসিম ও হাজী মোঃ ইউনুস যুগ্ম সম্পাদক, মোহাম্মদ আলমগীর সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ হাবিব দপ্তর সম্পাদক, মোঃ আবদুল কাদের প্রচার সম্পাদক, মোঃ শাহ আলম ও মোহাম্মদ আলীকে সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট সি-ইউনিট বিএনপির কমিটি ঘোষণা করা হয়।