
দেশচিন্তা ডেস্ক: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় অমন্ত সেন তঞ্চঙ্গা (৪৬) নামে এক ইজিবাইক চালককে হত্যার ঘটনায় রোয়াংছড়ি উপজেলার নাথিং ঝিরি পুনর্বাসন পাড়ার বাসিন্দা রাজন্ত তঞ্চঙ্গা (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) বান্দরবান জেলা পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
এসময় পুলিশ সুপার বলেন, অমন্ত সেন তঞ্চঙ্গা (৪৬) পেশায় একজন ইজিবাইক (টমটম) চালক ছিলেন। সে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোয়াংছড়ি স্টেশন ও তার আশপাশের এলাকায় ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ১৪ সেপ্টেম্বর সে প্রতিদিনের মতো তার ইজিবাইকটি তার ভাইয়ের বাসায় চার্জে দিয়ে তার বাসায় যাওয়ার কথা বলে চলে যায়, কিন্তু পরদিন সকাল পর্যন্ত সে বাসায় না ফেরায় তার পরিবারের সদস্যরা রোয়াংছড়ি থানায় একটি নিখোঁজ সংবাদ প্রদান করে।
পরে গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় বান্দরবানের সাঙ্গু নদীর কিনারায় পানির উপর ভাসমান অবস্থায় অমন্ত সেন তঞ্চঙ্গা এর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে এই ঘটনার পর পুলিশের একাধিক টিম ঘটনার রহস্য উদঘাটনে এবং ঘটনায় জড়িত আসামিদের সনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান শুরু করে এবং ঘটনায় জড়িত সন্দেহভাজন আসামি রাজন্ত তঞ্চঙ্গাকে গ্রেফতার করে পুলিশ। এসময় আইনি কার্যক্রম শেষ করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার ।
এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো.আবদুল করিম, জিনিয়া চাকমা, মান্না দে, রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ প্রমুখ।