আজ : শনিবার ║ ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়: শাহজাহান চৌধুরী

সাতকানিয়ায় শ্রমিক কল্যাণের সমাবেশে শাহজাহান চৌধুরী

 

মোহাম্মদ ইকবাল হোসেন, সাতকানিয়া :

 

ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন ছাড়া বাংলাদেশে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
তিনি শনিবার সকালে সাতকানিয়ার একটি কমিউনিটি হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া উপজেলা ও সাঙ্গু সাংগঠনিক থানা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন। তিনি বলেন, স্বাধীনতার পর আমরা দীর্ঘ সময়েও বাংলাদেশকে একটি কল্যাণময় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেনি। ৩৬ জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। সেই যাত্রায় আমি শ্রমিকদেরকে সারতি হিসেবে পেতে চাই।

 

সাতকানিয়া উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি ডাক্তার মোঃ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি যথাক্রমে মোহাম্মদ ইসহাক, কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুর হোসাইন,সাতকানিয়া জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি তারেক হোসাইন, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণের সহ সেক্রেটারি এডভোকেট আরিফুর রহমান আবির, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক নেতা যথাক্রমে মাওলানা আ ন ম শোয়াইব, দিদারুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ইলিয়াছ, নুর মোহাম্মদ আবুল কাসেম ও নুরুল ইসলাম।

প্রধান বক্তার বক্তব্যে আনোয়ার উল আলম চৌধুরী বলেন, আমরা সব সময় শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণে নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছি। আগামীতে আমরা যদি একটি ইসলামী শ্রম নিতে বাস্তবায়ন করতে পারে তাহলে শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে না।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ