
দেশচিন্তা নিউজ ডেস্ক:
নগরীর কাজীর দেউড়ী আউটার স্টেড়িয়ামের চার পাশের সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ প্রায় শেষ হয়েছে। আগামী বছর জানুয়ারীর প্রথম সপ্তাহে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন আজ ৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে এই কাজ পরির্দশনকালে একথা বলেন। এ সময় কাউন্সিলর শৈবাল দাশ সুমন, কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম,নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়ব, ঝুলন কুমার দাশ, বিপ্লব দাশ, অসীম বড়–য়া, ফিউশন ডিজাইন এন্ড ইঞ্জিনিয়ারিং লি. এর মালিক ডিজাইনার লায়ন এম.এ.হোসেন বাদল এবং কনসালটেন্ট সাপ্নিক ডিজাইন এন্ড স্টুডিও ও স্থপতি জেরিনা হোসেন ও টিম আর্কিটেকট অরিত্র দে অর্ক ও স্থপতি আর্শিমান দাশ প্রমুখ মেয়রের সাথে ছিলেন। কাজীর দেউড়িতে আউটার স্টেডিয়াম এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা ও দখলদারদের দখলে ছিল। ময়লা আবর্জনা স্তুপ করে থাকতো এই খানে। যে কারণে এই সড়কে চলাচলকারী নাগরিকদের দুর্গন্ধে নাখে রুমাল চেপে চলাচল করতে হতো। জনাব আ জ ম নাছির উদ্দীন সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হওয়ার পর এই জায়গাটি সৌন্দর্যবর্ধিত করণের আওতায় আনার উদ্যোগ গ্রহণ করে। এই স্থানের ফুটপাতে নাগরিকদের হাঁটা চলার জন্য ফুটপাতে বোডিং টাইলস স্থাপন, ফুলের বাগান, আলোকায়ন, বসার স্থান, ফুড জোন, অত্যাধুনিক পাবলিক টয়লেট নির্মান, বাস বে, সিএনজি বে, মোটর সাইকেল বে, যাত্রী ছাউনী, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ট্রাফিক পুলিশ বক্স স্থাপন এবং ফুটপাতে ওয়ার্কওয়ে দৃষ্টিনন্দন বাগান সৃষ্টি করা হচ্ছে। এই প্রকল্পের কাজ সম্পূর্ণভাবে শেষ হলে এই এলাকা নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে পারবে নগরবাসী। পরিদর্শনকালে মেয়র পুরো এলাকার কাজের অগ্রগতি নিয়ে চসিকের প্রকৌশলী-কর্মকর্তা কাজের ডিজাইন ফর্মের কর্মকতা ও কনসালটেন্ট এর সাথে কথা বলেন ।তিনি অবশিষ্ঠ কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ঠদের তাগাদা দেয়ার জন্য প্রধান প্রকৌশলীকে নির্দেশনা দেন। পরে সিটি মেয়র আউটার স্টেডিয়ামে নব নির্মিত সুইমিং পুল পরিদর্শনে যান । ফিউশন ডিজাইন এন্ড ইঞ্জিনিয়ারিং লি. সার্বিক ব্যবস্থাপনায় ও অর্থায়নে ফুটপাতে অসহায় হত দরিদ্র জনগণের জন্য একটি মুসাফির খানা করা হচ্ছে। দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে এসে যারা ফুটপাতে রাতে ঘুমাই তাদের জন্য ৩-৫ দিন থাকা খাওয়া ও কাজের ইনফরশেন দেয়া হবে নিমাতা প্রতিষ্ঠানের মালিক ডিজাইনার লায়ন এম.এ.হোসেন বাদল জানান।