আজ : শুক্রবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম পলিটেনিক ইনস্টিটিউটে নবীন বরণে চসিক মেয়র আলহাজ্ব আ জ ম নাছির বলেন- সরকারের ধারাবাহিকতা রক্ষা করা গেলে উন্নয়নের সুফল মিলবে

দেশচিন্তা নিউজ ডেস্ক:

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন সরকারের ধারাবাহিকতা রক্ষায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন তরুণ ভোটারদের আবারো মুক্তিযুদ্ধের স্বপক্ষের মহাজোট সরকারকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন। সরকারের ধারাবাহিকতা থাকলে এর সুফল জনগণের ঘরে পৌঁছাবে। মালয়েশিয়া ও সিঙ্গাপুর সরকারের ধারাবাহিকতা ছিলো বলে বিশ্বে তারা আজ উন্নতির চরম শিখরে পৌঁছেছে। ওই ছুটিতে একটানা ২২ ও ৩৩ বছর একই সরকার রাষ্ট্র পরিচালনা করেছে। তাই উন্নয়নের সার্থে দেশের তরুণ যুব সমাজ ও আপামর জনগণকে এই বাস্তবতা উপলদ্ধি করে বর্তমান সরকারকে আবারো ক্ষমতায় আনার আহবান জানান। তিনি আজ ৪ ডিসেম্বর সকালে নগরীর পলিটেকনিক ইনস্টিটিউটে ইনস্টিটিউট ছাত্র সংসদ আয়োজিত নবীন বরন অভিষেক অনুষ্ঠানে প্রধান অথিতি বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আবু মোহাম্মদ মহিউদ্দীন। ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নুরুল কবির এর সভাপতিত্বে এতে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সংসদের প্রধান উপদেষ্টা কামাল হোসেন, নুরুল হক মনি, বেলাল উদ্দিন বেলাল, আনিসুল ইসলাম মাজিদ, ইমন সরকার, ইয়াছিন আরাফাত বাপ্পী, কামবার হোসেন, একরামুল কবির ইয়াম, শওকত ওসমান সজিব, শাহাদাত হোসেন ওমর, ওসামা বিন আব্বাসী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আমিরুল ফাহিম ও রিজোয়ানা আফরোজ। মঞ্চে উপস্থিত ছিলেন সিভিল ডিপার্টমেন্ট বিভাগীয় প্রধান আব্দুল মান্নান হাওলাদার, ইলেকট্রিক্যাল বিভাগীয় প্রধান আবুল কালাম আজাদ, ম্যাকনিক্যাল বিভাগীয় প্রধান স্বপন দত্ত, পাওয়ার বিভাগীয় প্রধান চন্দন কান্তি দাশ, কম্পিউটার বিভাগীয় প্রধান আবদুল সালাম, ইলেকট্রনিক্স বিভাগীয় প্রধান স্বপন কুমার নাথ, এনভায়রন সেন্টাল বিভাগীয় প্রধান মো. সেরিম উদ্দিন, আরএস বিভাগীয় প্রধান মো. কামাল উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরো বলেন কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা হচ্ছেন দেশের অগ্রসর সমাজের অংশ।দেশ স্বাধীন ৪৭ বছর হলো আজকের যে উন্নতি তা পাড়ি দিতে দীর্ঘ এ সময় অতিক্রম করতে হয়েছে। তিনি চলতি বছর সরকারের ৩৪ কোটি বিনামূল্যে বই বিতরণ, বেসরকারী মেডিকেল কলেজে কোটা প্রবর্তন, বয়স্ক ও বিধবাদের জন্য ভাতা ব্যবস্থা এবং বিদ্যুৎ সেক্টরে ধারবাহিক সাফল্যের কথা উল্লেখ্য করে বলেন, এই অগ্রযাত্রা অব্যাহত থাকলে ২০৪১সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে। পরে মেয়র নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন নেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ