আজ : শুক্রবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

” সমাজকর্মী শেখ দিলুআরা চৌধুরানীর স্মরন সভায় বক্তারা বলেন ” মানুষের কল্যান ও সমাজকর্মে শেখ দিলুআরা চৌধুরানীর অবদান স্মরনীয়

দেশচিন্তা নিউজ ডেস্ক:
পৃথিবীতে মানুষের কল্যান ও সমাজ উন্নয়নে যাঁরা ভুমিকা রাখেন তাঁরা স্মরনীয়।মরেও অমর।তাঁরা ভালোকাজের মধ্যেই বরনীয় হয়ে মানুষকে আলোর পথের সন্ধানদেন। সফল মানুষের ইতিহাস গুলো প্রাতঃস্মরনীয়।তেমনি একজন মহয়সী নারী শেখ দিলুআরা চৌধুরানী।তিনি আনোয়ারা উপজেলার পীরখাইনে পোস্ট অফিস প্রতিষ্টা সহ শিক্ষা ও সমাজ কর্মে অবদান রাখেন। ৩ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র আয়োজিত শেখ দিলুআরা চৌধুরানীর ১ম মৃত্যু বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা উপরোক্ত কথা গুলো বলেছেন। অধ্যক্ষ মোহাম্মদ ইউনুচ কুতুবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাসবিদ সোহেল মো. ফখরুদ-দীন, অমরকান্তি দত্ত, কবি মীর মনিরুল ইসলাম সেলিম,উপাধ্যক্ষ উৎপল কান্তি পাল, চৌধুরী শফিকুল ইসলাম,সাংবাদিক ইমরান সোহেল, সাংবাদিক সমির কান্তি পাল, মাওলানা আনোয়ার হোসেন, অধ্যক্ষ শিহাব উদ্দিন চৌধুরী প্রমুখ। স্মরন সভায় মরহুম শেখ দিলুআরা বেগম চৌধুরানীর আত্মার মাগফেরাত কামনা করে মুনাজাত করা হয়।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ