
দেশচিন্তা ডেস্ক: ঢাকা-১৩ আসনের ১১ দলীয় ঐক্যের রিকশা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আল্লামা মামুনুল হক বলেছেন, আমরা নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া বিধিমালা অনুসরণ করে অত্যন্ত সহনশীলতার সঙ্গে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করব। রিকশা মার্কার গণজোয়ার দেখে অনেকেরই মাথা খারাপ হতে পারে। তারা নানাভাবে উসকানি দিয়ে আমাদেরও সীমা লঙ্ঘন করতে বাধ্য করতে চাইবে। মনে রাখতে হবে, আমরা দায়িত্বশীল মহল; আমরা কারো উসকানিতে পা দেব না।
শুক্রবার (৩০ জানুয়ারি) জুমার নামাজের পর মামুনুল হকের নেতৃত্বে শেরেবাংলা নগর ও আদাবর হয়ে মোহাম্মদপুর পর্যন্ত এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। দীর্ঘ মিছিল শেষে আয়োজিত পথসভায় নেতাকর্মীদের উদ্দেশে মামুনুল হক এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশের স্থিতিশীলতা, শান্তি ও নিরাপত্তার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া জরুরি।
এ জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্যধারণ করব। তবে আমাদের সহনশীলতাকে যদি কেউ দুর্বলতা ভাবে, তবে সে বোকার স্বর্গে বসবাস করছে।
এলাকার ঐক্য ও বহিরাগত প্রার্থীর বিষয়ে তিনি বলেন, মোহাম্মদপুর আজ দল-মত-নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ। ঢাকা-১৩ আসনের মানুষ নিজেদের মধ্য থেকে প্রতিনিধি চায়, কোনো ভাড়াটিয়া চায় না।
এই উত্থান এবং জাগরণ কারো জন্য মাথা ব্যথার কারণ হলে আমরা তাদের সমবেদনা জানাই।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উসকানির বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, অনেকেই বাইরে থেকে এসে গণ্ডগোল পাকানোর চেষ্টা করবে। ১২ তারিখ পর্যন্ত তারা আমাদের মোহাম্মদপুরের মেহমান। বাইরে থেকে এসে যতই গণ্ডগোল বাধাতে চেষ্টা করুক, মেহমান হিসেবে আমরা তাদের সঙ্গে গণ্ডগোলে জড়াব না; বরং চা-নাস্তা দিয়ে আদর-আপ্যায়ন করাব।
পথসভায় উপস্থিত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের রিকশা মার্কার স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
বক্তৃতার শেষে তিনি শান্তি ও শৃঙ্খলার সঙ্গে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।










