আজ : শুক্রবার ║ ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই শাবান, ১৪৪৭ হিজরি

সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় সাংস্কৃতিক কর্মীদের নিরলস ভূমিকা রাখতে হবে —ড. মুস্তফা মনোয়ার

দেশচিন্তা ডেস্ক: সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় সুস্থ ধারার সাংস্কৃতিক কর্মীদের নিরলস ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ড. মুস্তফা মনোয়ার। তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে সুস্থ ও মানোন্নয়নমূলক সাংস্কৃতিক সংগঠনগুলোকে আরও শক্তিশালী করতে হবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় নগরের থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের বার্ষিক এক্টিভিস্ট সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের সভাপতি সেলিম জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম বিভাগের সহকারি তত্ত্বাবধায়ক শিল্পী তৌহিদুল ইসলাম এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ আবু সালেহ মুহাম্মদ সলীমুল্লাহ।
সম্মেলনে ড. মুস্তফা মনোয়ার বলেন, আমাদের দেশের আনাচে-কানাচে, গ্রাম থেকে শহরের অলিগলিতে আজও অসংখ্য সাংস্কৃতিক প্রতিভা নীরবে বেড়ে উঠছে। তাদের অনেকের হাতে সুযোগ নেই, পরিচর্যা নেই, নেই উপযুক্ত মঞ্চ। কিন্তু তাদের ভেতরে রয়েছে সৃষ্টির আগুন। সেই আগুনকে জ্বালিয়ে রাখার দায়িত্ব সাংস্কৃতিক সংগঠনগুলোর।
তিনি আরও বলেন, এই দায়িত্ব পালনে সাংস্কৃতিক কর্মীদের আগে নিজেদের দায়িত্ববোধ জাগ্রত করতে হবে। মানোন্নয়নমূলক সংগঠনগুলোকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। কারণ সংগঠনই হলো সেই আশ্রয়স্থল, যেখানে একটি প্রতিভা সাহস পায়, মানুষ হয়ে ওঠে এবং স্বপ্ন দেখতে শেখে।
ড. মুস্তফা মনোয়ার বলেন, সমাজ শুধু অর্থনীতি দিয়ে চলে না; সমাজ পরিচালিত হয় সংস্কৃতির শক্তিতে। সংস্কৃতি যদি সুস্থ না হয়, তবে সমাজও পথ হারায়। তাই সাংস্কৃতিক কর্মী গড়ে তোলা মানে একটি আলোকিত সমাজের বীজ বপন করা।
তিনি বলেন, আজকের সময় আমাদের সামনে প্রশ্ন রেখে যাচ্ছে—আমরা কি কেবল দর্শক হয়ে থাকবো, নাকি ইতিহাসের অংশ হবো? এই সময়কে ধারণ করেই এমন সাংস্কৃতিক কর্মী তৈরি করতে হবে, যারা অন্যায়ের বিরুদ্ধে কলম ধরবে, মানবতার পক্ষে দাঁড়াবে এবং মানুষের কথা বলবে।
সম্মেলনে দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের সহকারী সেক্রেটারি গোলাম মুস্তফার সঞ্চালনায় দারসুল কোরআন পেশ করা হয়। পাশাপাশি সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন, ২০২৬ সালের জন্য থানা, জোন ও ইউনিটভিত্তিক সেটআপ এবং বার্ষিক পরিকল্পনা ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর, কার্যকর পরিষদের সদস্য সাইফুদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শিল্পী শাহিদুল করিম খান, অর্থ সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আরিফ বিল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা এনামুল হকসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও এক্টিভিস্টরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ