আজ : শুক্রবার ║ ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজ গভর্নিং বডির সাধারণ সভা অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: রোববার (১৪ সেপ্টেম্বর) দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজ গভর্নিং বডির এক সভা কলেজ অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি লায়ন মুহাম্মদ শওকত আলী নূর। কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর হোসেন কাজী’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বিদ্যোৎসাহী সদস্য মুহাম্মদ নাসির উদ্দিন, বিদ্যোৎসাহী সদস্য অনুজ কুমার বড়ুয়া, শিক্ষক প্রতিনিধি সদস্য অধ্যাপক চিনু ছন্দা দে, অধ্যাপক খাজা বাহাউদ্দিন ও অধ্যাপক জাহাঙ্গীর আলম, হিতৈষী সদস্য মোহাম্মদ রাসেল হোসেন, অভিভাবক প্রতিনিধি সদস্য আহামুদুল হক, বিকাশ চন্দ্র শীল ও মোঃ আবুল কাশেম প্রমুখ।

সভায় নির্ধারিত আলোচ্যসূচির উপর বিস্তারিত আলোচনা হয় এবং বাস্তবায়নের নিরিখে সর্ব সম্মতিক্রমে প্রস্তাব গৃহীত হয়। সবশেষে সভার সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সভায় কলেজে নতুন নিয়োগ প্রাপ্ত চারজন শিক্ষকের সাথে গভর্নিং বডির সদস্যদের সাথে অধ্যক্ষ মহোদয় পরিচয় করিয়ে দেন। নতুন নিয়োগ প্রাপ্ত শিক্ষকরা হচ্ছেন হিসাব বিজ্ঞান বিভাগে প্রভাষক মোছাঃ সানজিদা সুলতানা, পালি বিভাগে প্রভাষক ইতি বড়ুয়া, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক ইয়াসমিন আখতার ও গ্রন্থাগার বিভাগে প্রভাষক আইনুল ইসলাম।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ