দেশচিন্তা নিউজ ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের জন্য আজ ২৮ নভেম্বর সকাল ১১টায় বিপুল নেতাকর্মীদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের হাতে মনোনয়ন ফরম জমা দেন প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খুরশেদ আলম চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি মাষ্টার ফরিদুল আলম, সহসভাপতি মোজাম্মেল হক, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য জসিম উদ্দিন, সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, সাবেক মেয়র হাজী মোহাম্মদুর রহমান, চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী, চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক, চেয়ারম্যান নেজাম উদ্দিন, চেয়ারম্যান মোসাদ হোসেন চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ নেতা গণি সম্রাট, আব্দুল জব্বার, দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন প্রমুখ