
নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ :
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব আলহাজ্ব স.উ.ম আবদুস সামাদ চট্টগ্রামের চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) নির্বাচনী এলাকা থেকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
২৭ নভেম্বর বিকালে সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম বদরুদ্দেজা নিকট থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বলে জানিয়েছেন সহকারি রিটার্নিং অফিসার। মনোনয়ন ফরম সংগ্রহ করার সময় উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট নেতা যথাক্রমে অধ্যক্ষ মাও. শাহা খলিলুর রহমান নেজামী। উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, অধ্যক্ষ মাও. কাশেম আনছারী, মাও. সিরাজুল ইসলাম, কলিমুল্লাহ, কাজী মো. আমীন উল্লাহ্, মোকতার হোসেন শিবলী, মামুন উদ্দিন সিদ্দীকী, জিএম শাহাদাত হোসেন মানিক, ফরিদুল ইসলাম, মাষ্টার বদিউল আলম, এনামুল হক এনাম, মো. নাছির উদ্দিন, ছাত্রসেনা দক্ষিণ জেলার নেতা নুরুল ইসলাম হিরু, মারুফ রেজা, মোস্তাফিজুর রহমান, কামাল হোসেন, আমিনুল ইসলাম রুবেল, রিদুয়ান সাজ্জাদ, নুরুল আজম, মো. আবদুল মুবিন, ওসমান শাহাদাত, আরিফুল ইসলাম, মাও. আবু ইউছুফ নুর, শহিদুল ইসলাম, আরমান, মহিউদ্দিন আবদুল হামিদ প্রমুখ।