নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ :
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দীন আহমদ বলেছেন, আগামী নির্বাচন এদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এজন্য নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভূলে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। এদেশে আর কোনদিন স্বাধীনতা বিরোধী শক্তিকে ক্ষমতায় আসতে দেয়া যাবেনা। তারা মাথাছাড়া দিয়ে উঠতে পারলেই এদেশকে ধ্বংস করে দেবে। তাই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীদের জিতিয়ে আনতে হবে। তিনি ২৭ নভেম্বর সন্ধ্যায় সাংসদ নজরুল ইসলাম চৌধুরীর বাসভবন প্রাঙ্গনে চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের আয়োজিত মতবিনিময় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা সালাহ উদ্দীন শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম- ১৪ আসনের বর্তমান সাংসদ ও আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া নজরুল ইসলাম চৌধুরী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হাবিবুর রহমান, আবু সাঈদ, শাহনেওয়াজ হায়দার শাহীন, বোরহান উদ্দীন এমরান, শাহীনুল ইসলাম চন্দনাইশ পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী, সাইফুদ্দিন শাহী। সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মাষ্টার আহসান ফারুক, এড. আবদুল হান্নান, আবদুল মালেক রানা, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, আরিফুল ইসলাম খোকন, প্রচার সম্পাদক হেলাল উদ্দীন চৌধুরী, এড. আবু ছালেহ, আবদুল্লাহ আল নোমান বেগ, উপজেলা কৃষকলীগ সভাপতি মাষ্টার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক নবাব আলী, উপজেলা শ্রমিকলীগ সভাপতি মাহমুদুল হক বাবুল, আবুল কাশেম বাবলু, উপজেলা যুবলীগের আহবায়ক মো. তৌহিদুল আলম, যুগ্ম আহবায়ক এএসএম মুছা তছলিম, মুরিদুল আলম মুরাদ, সাতকানিয়া উপজেলা যুবলীগ সভাপতি ওসমান আলী, সাধারণ সম্পাদক আ.স.ম. ইদ্রিস, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, খোরশেদুল আলম ইমতিয়াজ, মো. শওকত, মো. ফরহান, মো. তানভীর, মো. মানিক প্রমুখ। সভায় চন্দনাইশের ৮টি ইউনিয়ন, ২টি পৌরসভা ও সাতকানিয়ার ৬টি ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ দলের সহযোগি সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।