আজ : শনিবার ║ ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মানবিক রিকশাচালকের জন্য চবি প্রক্টরিয়াল বডির মানবিক আয়োজন

দেশচিন্তা ডেস্ক:
গত ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার সময় আহত শিক্ষার্থীদের মানবিক সহায়তা করেছেন ক্যাম্পাসের এক রিকশাচালক। যার নাম মহরম আলী রুবেল। পেশায় তিনি একজন সাধারণ রিকশাচালক হলেও তার এমন মানবিকতা ও সাহসিকতা সেদিন এক অনন্য নজির স্থাপন করেছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে ক্যাম্পাসজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

অনাকাঙ্ক্ষিত সেই সংঘর্ষের সময় অসংখ্য শিক্ষার্থী আহত হন। একের পর এক শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে আসতে থাকেন। সেই ভয়াল পরিস্থিতিতে যখন অধিকাংশ যানবাহন ভয়ে ক্যাম্পাস ছেড়ে পালিয়েছিল, তখন রুবেল তার রিকশা নিয়ে এগিয়ে আসেন। তিনি কোনো ভাড়া ছাড়াই প্রায় ৮৩ জন আহত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে পৌঁছে দেন। শুধু তাই নয়, অনেক গুরুতর আহত শিক্ষার্থীকে তিনি নিজ হাতে রিকশায় তুলেছেন।

রুবেলের এই মহৎ কাজের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি তাকে সম্প্রতি পুরস্কৃত করেছে। এ নিয়ে চবি সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, মহরম আলী রুবেল পেশায় একজন রিক্সাচালক হলেও চিন্তায় ও মননে পুরোদস্তুর একজন মানবিক মানুষ। সম্প্রতি ঘটে যাওয়া ঘটনায় ৮৩ জন আহত শিক্ষার্থীকে চবি মেডিকেল সেন্টারে বিনা ভাড়ায় নিজের রিক্সায় যাত্রী হিসেবে সেবা দিয়ে অনন্য নজির স্থাপন করেছেন তিনি। প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে রুবেলকে পুরস্কৃত করা হয়েছে। তার সরলতা, সততা, মানবিকতা ও দায়িত্ববোধের জন্য এই পুরস্কার।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ