দেশচিন্তা নিউজ ডেস্ক:
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সভাপতি অনুপ বিশ্বাস বলেছেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই দুঃস্থ মানুষের সেবা প্রদান করতে পেরে আমরা পরিতৃপ্ত। বিত্তবানরা যদি এভাবে সামাজিক দায়বদ্ধতা পালন করেন তাহলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দারিদ্র্য বিমোচন প্রয়াস সফল হতে পারে। আমরা যারা সচ্ছল তারা প্রান্তিক শ্রেণির দুঃস্থ মানুষের পাশে দাঁড়াই তাহলে তারাও একদিন মাথা তুলে দাঁড়াতে পারবে। এতে আমরা সৃষ্টিকর্তার আশির্বাদে সিক্ত হতে পারি। গতকাল বিকেলে নগরীর ইকবাল রোডস্থ পি পি স্কয়ারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা আয়োজিত তাঁর ব্যক্তিগত উদ্যোগে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানে আগত লোকজনের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, ১০ বছর আগে দিন বদলের বার্তা নিয়ে শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশকে উন্নয়নের মহাসড়কে উত্তীর্ণ করেছেন। তিনি প্রান্তিক মানুষের ভাগ্য পরিবর্তন করেছেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা চালু করে তাদের মুখে দু’মুঠো অন্ন তুলে দিয়েছেন। আজ বঙ্গবন্ধুর এর বাংলাদেশে কেউ না খেয়ে নেই। ভিখেরীর হাত কর্মীর হাতে পরিণত হয়েছে। এই অর্জন ধারাবাহিকতা ধরে রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। বিশেষ অতিথির ভাষণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, মানুষ মানুষের জন্য। এই মমত্ববোধ মনুষ্যজীবনকে মহিমান্বিত করে। এই মহিমা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক স্বীকৃতিতে অলঙ্কৃত করেছে। তিনি এখন বিশ্বমানবতার জননী। তিনি আরো বলেন, মানবিক সেবা একটি মহান ধর্ম। এই ধর্ম মনুষ্যত্বকে বিকশিত করে, মানুষকে স্বার্থপরতা ভুলে পরার্থপর হতে হবে। উল্লেখ্য যে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সাংস্কৃতিক চর্চার পাশাপাশি মানবিক সেবা প্রদান করে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার উপদেষ্টা ম-লীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও নাট্যজন মিলন চৌধুরী’র সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা অজয় দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৪নং পাথরঘাটা ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন চক্রবর্ত্তী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তরী সেন দাশ, যুবলীগ নেতা সাক্ষর দাশ, ছাত্রলীগ নেতা অপু দাশ, শুভ দাশ, সেন দাশ, টিংকু দাশ, রণজিত দাশ প্রমুখ। পাথরঘাটা ওয়ার্ডে মনোহরখালী, কলা বাগিচা, ব্রীকফিল রোড, গঙ্গাবাড়ী এলাকার প্রায় ৫ শতাধিক দুঃস্থ পরিবারের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।