
দেশচিন্তা ডেস্ক: খাগড়াছড়ির পানছড়িতে অস্ত্রসহ ১২ মামলার তালিকাভুক্ত সন্ত্রাসী ভুট্টোকে কুপিয়ে দুই হাতের কব্জি বিচ্ছিন্ন সহ গুরুত্বর আহত করেছে প্রতিপক্ষরা।
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে পানছড়ির কালানাল গ্রামে এ ঘটনা ঘটে। আহত মইনুল ইসলাম প্রকাশ ভুট্টো উপজেলার দমদম এলাকার বাসিন্দা।
স্বজনরা জানান, বাড়ির পাশে ঘাস কেটে ফেরার পথে পূর্ব পরিচিত সাগর, সোহাগ, রাসেল ও মনির নামে চার জন মিলে ধারালো অস্ত্র দিয়ে ভুট্টোর ওপর হামলা চালায়। হামলাকারীরা ভুট্টোর দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করার পর নাকে ও পায়ে কুপিয়ে জখম করেছে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদরে পাঠানোর পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসীম উদ্দিন জানান, কি কারণে কারা ভুট্টোর ওপর হামলা করেছে তা এখনও নিশ্চিত নয়। তবে ভুট্টোর বিরুদ্ধে অস্ত্র সহ বিভিন্ন অপরাধের অভিযোগে ১২ টি মামলা রয়েছে থানায়।










