
দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর থানার উদ্যোগে ৩৭নং ওয়ার্ডের আদর্শ পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, চট্টগ্রাম-১১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক কাউন্সিলর শফিউল আলম, নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জাকের হোছাইন, নগর কর্মপরিষদ সদস্য, বন্দর থানা জামায়াতের আমির মাহমুদুল আলম চৌধুরী ও ৩৭ নং পশ্চিম সাংগঠনিক ওয়ার্ড সভাপতি জাহেদুল ইসলাম, মুনির নগর ওয়ার্ড সেক্রেটারি কামরুল হাছান প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। যেকোনো দুর্যোগ ও বিপদ-আপদে জামায়াতের নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করে এবং ভবিষ্যতেও চেষ্টা করবে।