
দেশচিন্তা নিউজ ডেস্ক:
চট্টগ্রাম থেকে প্রথমবারের মত নির্মিত চাটগাঁ ফিল্ম প্রোডাকশন লিঃ প্রযোজিত পরিবেশিত, খায়রুন সুন্দরী খ্যাত সফল পরিচালক এ.কে সোহেল পরিচালিত, পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি “পবিত্র ভালোবাসা” একযোগে সারাদেশে শুভ মুক্তি উপলক্ষে ‘প্রিমিয়ার শো’ নগরীর ষ্টেশন রোডস্থ হোটেল ফেভার ইন ইন্টারন্যাশনালের হল রুমে গত ২২ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার ও বার্তা প্রধান নুরুল আজম পবন। এতে সভাপতিত্ব করেন- চাটগাঁ ফিল্ম প্রোডাকশন লিঃ এর চেয়ারম্যান শফিক আহমেদ (বড় মিয়া)। ছবির সমন্বয়কারী আবছার উদ্দিন অলি’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ব্যবস্থাপনা পরিচালক লায়ন এম. শফিউল আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক- ওমর ফারুক চৌধুরী, নির্বাহী পরিচালক ও ছবির প্রধান উদ্যোক্তা চিত্রনায়ক পংকজ বৈদ্য সুজন, কোলকাতা টিভির ব্যুারো প্রধান ও পাঠক ডট নিউজের সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী, চট্টগ্রাম যন্ত্র শিল্পী সংস্থার সভাপতি লায়ন প্রবীর দত্ত সাজু, চিত্রনায়ক রোকন উদ্দিন, নাট্যজন সজল চৌধুরী। অনুষ্ঠানে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন- গীতিকার ফারুক হাসান, সংগীত শিল্পী ইকবাল পিন্টু, কোরিওগ্রাফার সাইদ আজাদ, অভিনেতা রূপায়ন বড়–য়া, মিজানুর রহমান চৌধুরী বাবু, চট্টগ্রাম সাংস্কৃতিক মিডিয়া ঐক্যজোটের সাধারণ সম্পাদক ফারদিন বাপ্পী, কর্ণফুলী সাংস্কৃতিক জোটের সভাপতি দোস্ত মোহাম্মদ, অভিনেতা ও নাট্যকার আলী নেওয়াজ, অভিনেতা এস.এম সরওয়ার, গীতিকার শাহীন মাহমুদ, উত্তম কুমার আচার্য্য, সংস্কৃতিকর্মী শফিক সোহাগ, সংগীত শিল্পী রায়হান সুলতানা নিহা, জুলিয়া জুলি, বিনোদন সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক নাছির হোসাইন জীবন, পরিচালক আব্দুল মোমেন খান, কৌতুক অভিনেতা দিলীপ হোড়, মোঃ রুবাইয়াত, অভিনেত্রী সাবরিনা সাবা, রোমানা আক্তার মুন, তৃষাণা কবির, নৃত্য শিল্পী শান্তা পাল, পুতুল চৌধুরী, মডেল ইরা, ছড়াকার রমজান আলী মামুন, ইমরুল কায়েস, এম.এ জব্বার, সাইফুল ইসলাম খোকন, সবুজ, সমীর চক্রবর্তী, আইয়ুব মোহাম্মদ, । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চাটগাঁ ফিল্ম প্রোডাকশন লিঃ এর পরিচালক আবদুস সবুর, মঈনুল আলম চৌধুরী, তপন সাহা, নুরুল কবির, শওকত উল ইসলাম, হৃদয় চৌধুরী, সনজিত বৈদ্য পিন্টু। বক্তারা বলেন- চলচ্চিত্রের এই ক্রান্তিকাল সময়ে চাটগাঁ ফিল্ম প্রোডাকশন লিঃ পবিত্র ভালোবাসা ছবিটি নির্মাণ করে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, সেটি সত্যিই প্রশংসনীয়। স্ব-পরিবারে দেখার মত মৌলিক গল্প নিয়ে অনেকদিন পর একটি ছবি নির্মাণ হল। আশা করি সকল শ্রেণী পেশার দর্শকদের ভালো লাগবে। ছবিতে অভিনয় করেছেন- চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা মাহিয়া মাহি, চিত্রনায়ক রোকন উদ্দিন, পংকজ বৈদ্য সুজন, রেবেকা, আফজাল শরীফ, ইলিয়াছ কোবরা, শিউলি, হাশেম আলী, আলী আহমেদ, সজল চৌধুরী, বরুন সেন দোয়েন, শিপ্রা চৌধুরী সহ আরো অনেকে। সুর ও সংগীত পরিচালনা ইমন সাহা। ছবিতে কন্ঠ দিয়েছেন- রুনা লায়লা, এন্ড্রু কিশোর, পলাশ, মনির খান, কণা, কোনাল, কিশোর, রন্টি দাশ। নৃত্য পরিচালনা মাসুম বাবুল। পবিত্র ভালোবাসা ছবির মিডিয়া পার্টনার এটিএন বাংলা, সিসিএল, সিএমসিএল, ইউটিউব পার্টনার লাইভ টেকনোলোজি। প্রচার সহযোগিতায় চট্টগ্রাম সাংস্কৃতিক মিডিয়া ঐক্যজোট। প্রিমিয়ার শো’তে ছবির চারটি গান ও অংশ বিশেষ প্রদর্শণ করা হয়।