দেশচিন্তা নিউজ ডেস্ক:
দেশবরেণ্য বুদ্ধিজীবী কবি বেগম সুফিয়া কামাল এর ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটি আয়োজিত “অনুভবে অনুভূতিতে অম্লান তুমি” শীর্ষক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাবিহা নাহার বেগম বলেছেন, অসম্প্রদায়িক চেতনা ও নারী জাগরণের সাহসী কবি সুফিয়া কামাল। তিনি বলেন, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার পর এদেশে নারী সমাজকে অন্ধকার পথ থেকে সরিয়ে শিক্ষায় সুশিক্ষিত করে আলোকিত করার আজীবন সংগ্রামী ছিলেন সুফিয়া কামাল। প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহা-ব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্য বলেন, কবি সুফিয়া কামালের সৃষ্টিশীল সাহিত্য কর্ম ও কবিতা এবং তার অসম্প্রদায়িক চেতনা বাঙালী জাতিকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের কাজ করার আগ্রহী করে তুলেছিলেন। তিনি বলেন কবি সুফিয়া কামাল শুধু কবিই ছিলেন না। তিনি বাংলাদেশের কঠিন দুঃসময়ে কিংবা মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে তাঁর সাহস মনোবল নতুন প্রজন্মের কাছে প্রেরণা হয়ে থাকবে। বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, শত শত কবিতা ও সাহিত্য চর্চার মধ্য দিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়েছেন কবি সুফিয়া কামাল। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম বলেন, বর্তমান সময়ে কবি সুফিয়া কামালের অবদানকে যারা ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, এরা রাজনীতির নামে ফাঁয়দা লুটছে এবং তারা কাপুরুষ মাত্র। তিনি বলেন, যুগে যুগে ধর্ম বিরোধী কাপুরুষরা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। চসিক কাউন্সিলর আবিদা আজাদ বলেন, সকল সাহিত্য প্রেমী মানুষকে জাগরণের কবি সুফিয়া কামালের সৃষ্টিশীল কবিতা ও সাহিত্যকে জাগ্রত রাখার জন্য কাজ করে যেতে হবে। বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কবি এহসান মাহমুদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ দিদার আশরাফীর ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আলী আহমেদ শাহীনের যৌথ সঞ্চালনায় মূল প্রবদ্ধ পাঠ করেন সাংবাদিক প্রশান্ত বড়ুয়া। বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার্স ফোরাম চট্টগ্রাম জেলার সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ফজল আহমদ, শিক্ষাবিদ অধ্যক্ষ ড. মুহাম্মদ সানাউল্লাহ, শিক্ষাবিদ শেখ এ রাজ্জাক রাজু, ১৪ দলীয় জোট নেতা স্বপন সেন, জাসদ নেতা ভানুরঞ্জন চক্রবর্ত্তী, সংস্কৃতি কর্মী সুযশ্ময় চৌধুরী, শিল্পী দীপেন চৌধুরী, লোককবি কল্পতরু ভট্টাচার্য, বাবুল কান্তি দাশ, প্রণবরাজ বড়ুয়া, কবি আরিফ চৌধুরী, হারুন উর রশিদ, এড. আশুতোষ দত্ত নান্টু, অধ্যাপক উত্তম কুমার সরকার, মাওলানা মহিউদ্দিন আলকাদেরী, দীলিপ হোড়, শাহেদ হায়দার খান, এম ডি শহীদ, মুক্তিযোদ্ধা এস.এম. আবু তাহের, মুক্তিযোদ্ধা এস.এম. নুরুল আমিন, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মিলন, মুক্তিযোদ্ধা মোঃ নাছির, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোঃ হোসেন, এম. আনোয়ার হোসেন, মোঃ এজাহারুল হক, রোজী চৌধুরী, পারভীন আক্তার চৌধুরী, সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, নোমান উল্লাহ বাহার, জিয়া উদ্দীন আরিফ, ফরমান উল্লাহ চৌধুরী, কায়ইমুর রশিদ বাবু, জিন্নাত আজিম, মাকসুদা বেগম, মোঃ তিতাস, সমীরন পাল, প্রমুখ।