
২৯ আগস্ট (জুমাবার) বিকাল ৫টায় ঐতিহ্যবাহী সেনেরহাট ইসলামী পাঠাগার আয়োজিত সীরাতুন্নবী (স:) মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান যথাযথভাবে সম্পন্ন হয়।
সেনেরহাট ইসলামী পাঠাগারের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব শহিদুল হকের সভাপতিত্বে এবং পাঠাগারের সহ-সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দীন আজাদ ও সাধারণ সম্পাদক জনাব এরফানুল হকের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া আসন থেকে বারবার নির্বাচিত সাবেক এমপি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মজলুম জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী। মাহফিলে প্রধান বক্তা হিসেবে কোরআন হাদীস থেকে আলোচনা করেন পতেঙ্গা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যাপক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত ওয়ায়েজীন মাওলানা মাহমুদুল হাসান, বিশেষ বক্তা হিসেবে আলোচনা রাখেন লোহাগাড়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, প্রখ্যাত আলেমে দ্বীন ড. মাওলানা আব্দুল কাদের নিজামী। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার নায়েবে আমীর অধ্যাপক আবু তাহের, চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা জামায়াতের সেক্রেটারী ও পাঠাগারের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জসিম উদ্দিন, বড়হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ জুনাইদ, পাঠাগারের প্রতিষ্টাতা সভাপতি আ ন ম শফিকুর রহমান, পাঠাগারের প্রতিষ্টাতা সেক্রেটারী মাওলানা ছাবের আহমদ।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা-২০২৫ এ বিজয়ী ক (৬ষ্ঠ-৮ম শ্রেণী) ও খ (৯ম-দ্বাদশ শ্রেণী) গ্রুপ থেকে মোট ২০জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ, বই সহ নগদ অর্থ প্রদানের মাধ্যমে পুরষ্কৃত করা হয়।
কুইজ প্রতিযোগিতায় ক গ্রুপ (৬ষ্ঠ- ৮ম শ্রেণী) থেকে বিজয়ী হয়েছেন: প্রথম- সামিয়া জান্নাত, দ্বিতীয়- ওয়াজিহা বিনতে নুরী, তৃতীয়- নাদিয়া জাহান, চতুর্থ- ফাতেমা জোহুরা সাইরিন, পঞ্চম- মিসকাতুল জান্নাত জায়তুন, ষষ্ঠ- আবু সাঈদ, সপ্তম- কুলসুমা বেগম, অষ্টম- সাবিহা আফরিন, নবম- মো: সিফারুল আজম, দশম- শাফায়াতুল্লাহ মাহমুদ।
খ গ্রুপ (৯ম-দ্বাদশ শ্রেণী) থেকে বিজয়ী হয়েছেন: প্রথম- জুবাইদা সোলতানা, দ্বিতীয়- আসমাউল হুসনা ইলমা, তৃতীয়- জান্নাতুল মাওয়া আফরিন, চতুর্থ- কাশফিয়া সিরাজ, পঞ্চম- তাছনিম আলম সাফি, ষষ্ঠ- তাবাচ্ছুম তানিয়া, সপ্তম- উম্মে মুরসালিন মিম, অষ্টম- কাইস মো: হুজাইফা, নবম- মো: শাহজাহান, দশম- হাবিব হাছান ছানি।
পাঠাগারের সদস্য, বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবময় পরিবেশে সীরাতুন্নবী (স:) মাহফিল অনুষ্ঠিত হয়।
সর্বশেষ মুনাজাত ও তবারুক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।