আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

‘অপকর্ম থেকে বেরিয়ে এসে জনতার কাতারে দাঁড়ান’

দেশচিন্তা ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাটিরাঙ্গায় তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

জনগণই সকল ক্ষমতার উৎস মন্তব্য করে তিনি আরো বলেন, আপনারা কোন ধরনের অপরাধ কর্মকান্ডে জড়াবেন না। অপরাধে জড়িয়ে পড়লে বিএনপি বিতর্কিত হবে। তাই ভাগাভাগি ও অপকর্মের চিন্তা বাদ দিয়ে সঠিক পথে ফিরে আসুন, নির্বাচনের জন্য প্রস্তুত হোন। অপকর্ম থেকে বেরিয়ে এসে জনতার কাতারে দাঁড়ান। ব্যক্তিগত মতভেদ নয়, দল ও গণতন্ত্রের স্বার্থেই আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আগামী দিনের আন্দোলন-সংগ্রাম ও নির্বাচনে নেতাকর্মীদের ঐক্যই হবে আমাদের শক্তি।”

বুধবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার চৌধুরী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ওয়াদুদ ভূঁইয়া এসব কথা বলেন।

মাটিরাঙ্গা পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আ‌য়ো‌জিত সভায় তি‌নি আরও বলেন, “বিএনপি গণমানুষের দল। এ দলের শেকড় গ্রাম গঞ্জের মানুষের হৃদয়ে প্রোথিত। তাই নেতা কর্মীদের ত্যাগ, নিষ্ঠা ও সুসংগঠিত প্রচেষ্টার মাধ্যমেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম হবে।”

সভায় স্বাগত বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা।

পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. সাদ্দাম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আ. রব রাজা ও আবু তালেব, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক বাদশা মিয়া, সহ-কোষাধ্যক্ষ জহির আহম্মেদ, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক শাহেদুল হোসেন সুমন, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, পৌর শ্রমিক দলের সভাপতি আক্তার হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন, পৌর মহিলা দলের সভাপতি জয়শ্রী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল ইসলাম এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব আব্দুর রহমান রানা।

এছাড়া জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহম্মেদ চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক দেবাশীষ দত্ত আশীষ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নুর মোহাম্মদ রাব্বিসহ পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ