আজ : রবিবার ║ ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাবিপ্রবি বড় গবেষণা ফান্ডিং পেয়েছে ইউজিসির কাছে

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) শীর্ষক প্রকল্পের আওতায় অংশগ্রহণকারী বাংলাদেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) একটি গবেষণা প্রকল্প প্রতিযোগিতার মধ্যে দিয়ে পেয়েছে।

বাংলাদেশের এ যাবৎকালের সবচেয়ে বড় গবেষণা ফান্ডিং এর জন্য প্রতিযোগিতা করে রাবিপ্রবি একটি গবেষণা প্রকল্প জমা দিয়ে একটিই অ্যাওয়ার্ডেড হয়েছে (সফলতার হার ১০০%)।

বুধবার (২৭ আগস্ট) তারিখে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, বিশ্ব ব্যাংকের প্রতিনিধি ও হিট প্রকল্পের সংশ্লিষ্ট গবেষকগণের উপস্থিতিতে এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান মহোদয়ের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জুনাইদ কবির এবং ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ