আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বন্দরে অনুপ্রবেশকালে আটক ৩

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বন্দরে অবৈধভাবে অনুপ্রবেশের সময় তিনজনকে আটক করেছে বন্দর নিরাপত্তা বিভাগ।

বুধবার (২৭ আগস্ট) বন্দরের বিভিন্ন প্রবেশপথে আলাদা অভিযানে তাদের আটক করা হয়।

বন্দর সচিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৭ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটে ১ নম্বর গেট দিয়ে একটি গার্মেন্টস ট্রাকের সঙ্গে অনুপ্রবেশের সময় গোপালগঞ্জের মো. হাফিজ খালেদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও একটি ব্যক্তিগত ব্যাগ পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি অবৈধভাবে বন্দরে প্রবেশ করেছিলেন। পরে তাকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়।

একইদিন বিকেল ২টা ১৫ মিনিটে বন্দর নিরাপত্তা বিভাগের টহল দল আরেকটি গার্মেন্টস ট্রাকের সঙ্গে অনুপ্রবেশের সময় কুমিল্লার মো. দেলোয়ার হোসেন ও মো. সেলিম উদ্দিনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, তারা অবৈধভাবে বন্দরে প্রবেশের চেষ্টা করেছিলেন। তাদেরও বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

বন্দর সচিব বলেন, বন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে অটুট রাখতে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধভাবে প্রবেশের চেষ্টা যে-ই করুক, তাকে আইনের আওতায় আনা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ