
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক এর সভাপতি মোহাম্মদ আবু তাহেরের শ্রদ্ধেয়া শ্বাশুড়ি ফজিলাতুন্নেছার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল সম্প্রতি নিউইয়র্কের কুইন্স ভিলেজের নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত হয়।
সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা সাইফুল আজম বাবর আজহারি। উক্ত মাহফিলে নিউ ইয়র্কে বসবাসরত চট্টগ্রামের স্বনামধন্য শতাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিলে মাওলানা সাইফুল আজম বাবর আজহারি উপস্থিত ব্যক্তিবর্গের প্রশ্নের উত্তরে কোরান ও হাদীসের আলোকে জ্ঞানগর্ভ আলোচনা করেন।
পড়েছেনঃ ১০৯