
দেশচিন্তা ডেস্ক: কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাই থেকে প্রাইভেটকার যোগে পাচারকালে তল্লাশি চালিয়ে চোলাই মদ সহ ৪ পাচারকারীকে আটক করেছে কাপ্তাই থানা পুলিশ।
বুধবার (২৭ আগষ্ট) কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম বাগান পুলিশ চেক পোষ্টে এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- সৈকত মহাজন(২৯), টিটু দাশ(৩৪), মোঃ শাহেদুল ইসলাম(২৯), মোঃ ইব্রাহিম(৩২)। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১২০ লিটার চোলাই মদ উদ্ধার সহ প্রাইভেটকারটি জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোঃ আজিজুল হক, সুজন শর্মা ও সঙ্গীয় ফোর্স বুধবার সকালে কাপ্তাই থানাধীন চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম বাগান পুলিশ চেক পোষ্টে পাচারকালীন অভিযান চালিয়ে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও পাচার কাজে ব্যবহৃত ১টি টয়োটা প্রাইভেট কার সহ উক্ত ৪ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে কাপ্তাই থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের পুলিশ স্কটের মাধ্যমে একইদিন বিকেলে রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।