
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া থানার সাবেক ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুরকে বর্তমান কক্সবাজারের টেকনাফ থানায় পদায়ন করেন জেলা পুলিশ।
২১ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে কক্সবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈফ উদ্দিন শাহীন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।একই আদেশে টেকনাফ থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিনকে চকরিয়া সার্কেল অফিসে বদলি করা হয়।
কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আদেশ প্রাপ্ত অফিসার্স ইনচার্জদের(ওসি)অনতিবিলম্বে নির্ধারিত কর্মস্হলে যোগ দিতে বলা হয়েছে।
উল্লেখ যে, গত ১ জুলাই রাংগামাটি ছাত্রলীগের জেলা সভাপতিকে গ্রেফতার কেন্দ্র করে পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হলে বৈবিছাআ নেতারা তৎকালীন ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর এর অপসারণের দাবি জানান। বৈবিছাআ নেতাদের তীব্র আন্দোলনের মুখে, প্রশাসনকে তৎকালীন ওসিকে অপসারণ করে জেলা পুলিশ সদরে নিয়ে যেতে বাধ্য হয়।