
মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ৫ জন আসামীকে আটক করে। এসময় ১৫লিটার দেশীয় মদ উদ্ধার করে, (২৪ আগস্ট) রবিবার দিবাগত রাত ও ২৫ আগস্ট সোমবার সকালে সাতকানিয়া থানা পুলিশ কর্তৃক ১৫(পনের) লিটার দেশীয় তৈরী চোরাই মদসহ ০১(এক)জন আসামী, ০২(দুই) জন ননজিআর পরোয়ানাভুক্ত আসামী, ০১(এক)জন জিআর পরোয়ানাভুক্ত আসামী এবং ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারা মোতাবেক ০১(এক) জন আসামীকে গ্রেফতার হয়।
থানা সূত্র জানায়, (২৫ আগস্ট) সোমবার এসআই(নিঃ) মোঃ উত্তম কুমার রাজবংশী সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১৫(পনের) লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ খুরশিদা বেগম (৪০), পিতা-মোঃ হায়দার আলী, মাতা-মোসাঃ হাজেরা খাতুন, স্বামী-মোঃ সুলতান, সাং-সমিতি বাজার এর দক্ষিণে সিকদার বাজার এর সাথে এডঃ সরওয়ার উকিলের বাড়ী, ০৬নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজারকে ধৃত করেন। পরবর্তীতে তাহার বিরোদ্ধে সাতকানিয়া থানার মামলা নং-১৬, তারিখ-২৫/০৮/২০২৫ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণীর ২৪(খ) রুজু করা হয়।
এসআই(নিঃ) উত্তম কুমার রাজবংশী সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মোঃ জালাল মিয়া(৩১), পিতা-মোঃ চাঁন মিয়া, মাতা-মোসাঃ জমিরন বেগম, সাং-মালাঙ্গা, কানাইপুর(আলম মাতব্বরের বাড়ী), ০২নং ওয়ার্ড, কানাইপুর ইউপি, থানা কোতয়ালী, জেলা-ফরিদপুরকে ফৌঃকাঃ বিঃ ১৫১ ধারা মোতাবেক ধৃত করেন।
এএসআই (নিঃ) মোঃ আব্দুল মতিন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ধর্মপুর চাঁদের পাড়া বিশেষ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানার মামলা নং-১৪(৯)১৯, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণীর ১০(ক) এর জিআর পরোয়ানাভুক্ত আসামী শহীদ(২৫), পিতা-মোস্তাক আহমদ, সাং-ধর্মপুর চাঁদের পাড়া, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে ধৃত করেন।
এএসআই (নিঃ) মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে মরফলা, নবীরপাড়া, ০৭নং ওয়ার্ড, বিশেষ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানার নন এফ আই আর নং-৬/২৫, ধারা-৫০৬ দ:বি:এর ননএফআইআরভুক্ত আসামী আবু শামা(২৭), পিতা-কবির আহামদ, মাতা-নুর জাহান, সাং-মলফলা নবীর পাড়া, ০৭নং ওয়ার্ড, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে ধৃত করেন।
এএসআই (নিঃ) মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে মরফলা, নবীরপাড়া, ০৭নং ওয়ার্ড, বিশেষ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানার নন এফ আই আর নং-৬/২৫, ধারা-৫০৬ দ:বি: এর ননএফআইআরভুক্ত আসামী আবুল হাশেম(৩২), পিতা-কবির আহামদ,সাং-মলফলা নবীর পাড়া, ০৭নং ওয়ার্ড, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে ধৃত করেন।
আসামিদের গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল ইসলাম বলেন-আটক কৃত আসামীদেরকে গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়ার মাধ্যামে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান।