
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের উদ্যাগে গত (২৩ আগস্ট) শনিবার বিকালে পটিয়া রেলস্টেশন চত্বরে এক বৃক্ষ রোপণ কর্মসুচি পালিত হয়।
এসময়ে উপস্থিত ছিলেন, পটিয়া রেলস্টেশন মাস্টার রাশেদুল আলম পাভেল, চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের উপদেষ্টা সাংবাদিক আবদুল হাকিম রানা,চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের সভাপতি মোঃ আইয়ুব আলী,সিনিয়র সহ সভাপতি সাংবাদিক ফারুকুর রহমান বিনজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর আলম,সদস্য মোঃ লিয়াকত আলী, সদস্য ও পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নুরুল আলম সওদাগর, আহমদ উল্লাহ, মোরশেদ আলম প্রমুখ।
বক্তরা বলেন, বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়, আমরা সেই অক্সিজেন গ্রহণ করে পৃথিবীতে বেচেঁ থাকি।বৃক্ষ আমাদের পরিবেশ ভারসাম্য রক্ষা করে।তাই সকলে বৃক্ষ কর্তন না করে,চারিদিকে বৃক্ষ রোপণ করে,বৃক্ষ রোপণের পরিবেশ সৃষ্টি করার উদ্যাগ গ্রহনের জন্য চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের বৃক্ষ রোপণ কর্মসুচি গ্রহণ করে।