
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্যাথলজি বিভাগ রোববার (২৪ আগস্ট) সকাল সাড়ে দশটায় উদ্বোধন করেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) ও চবি মেডিকেল সেন্টার পরিচালনা পর্ষদের উপদেষ্টা প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এবং সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন।
উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, আজকের এ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নতুনভাবে প্যাথলজি বিভাগ চালু করা আমাদের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি মাইলফলক। এখন থেকে আমাদের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ২১টি গুরুত্বপূর্ণ প্যাথলজিক্যাল পরীক্ষা এখানেই করতে পারবেন—যা পূর্বে বাইরে করতে হতো। এ সেবা চালুর ফলে সংশ্লিষ্টদের সময়, অর্থ ও ঝুঁকিসহ সবকিছুর সাশ্রয় হবে। তিনি আরও বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে মেডিকেল ফ্যাকাল্টি করার চিন্তা বর্তমান প্রশাসনের রয়েছে। সরকারের সহযোগিতা পেলে আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে সহজ হবে। এজন্য তিনি সরকারের সহযোগিতা কামনা করেন।
উপ-উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পাশাপাশি স্বাস্থ্যসেবার মান উন্নয়ন আমাদের অগ্রাধিকার। আজকের এই উদ্যোগ প্রমাণ করে, আমরা শুধু জ্ঞানচর্চা নয়, আমাদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আশা প্রকাশ করে বলেন, চবি প্যাথলজি বিভাগ ভবিষ্যতে আরও আধুনিক যন্ত্রপাতি ও সেবা দিয়ে সমৃদ্ধ হবে, যাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার একদিন পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা প্রদানের মডেল প্রতিষ্ঠানে পরিণত হতে পারে। উপ-উপাচার্য উক্ত বিষয়ে চবি মেডিকেল সেন্টারে কী কী সেবা প্রদান করা হয়, সে বিষয়ে সকলে মাঝে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। একই সাথে চিকিৎসা সেবার মান নিশ্চিত এবং সর্বোচ্চ সেবা প্রদান করতে চিকিৎসকদের অনুরোধ জানান। তিনি এ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের সকলের সহযোগিতা ছাড়া এ কার্যক্রম সম্ভব হতো না। পরে উপ-উপাচার্য অতিথিদের সাথে নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার এবং সেল কাউন্টার মেশিনের কার্যক্রম উদ্বোধন করেন।
উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে চবি মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন এবং এ সেন্টারের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। এর ধারাবাহিকতায় এ সেন্টারে দুইজন অত্যন্ত দক্ষ টেকনিশিয়ান নিয়োগের মাধ্যমে প্যাথলজিক্যাল বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট শিক্ষার্থীদেরকে এ সেন্টারে অবস্থিত ল্যাবে এসে ল্যাব ব্যবহার করার পরামর্শ দেন। উপ-উপাচার্য বলেন, চবি মেডিকেল সেন্টারকে মেডিকেল হাসপাতালে রূপান্তর করার জন্য বর্তমান প্রশাসন কাজ করছে। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিবারের সদস্যবৃন্দ, স্থানীয় কমিউনিটিসহ এ অঞ্চলের সংশ্লিষ্ট সকলকে সম্পৃক্ত করে এ কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
উপ-উপাচার্য রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সম্মানিত চিকিৎসকদেরকে রোগীদের প্রতি সুন্দর আচরণ ও ভালো পরামর্শের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদানের অনুরোধ জানান। বিশেষ করে তিনি রোগীদের সাথে মানবিক আচরণ করার পরামর্শ দেন এবং শিক্ষার্থীদের মানসিকতার সাথে সমন্বয় করে নিজেদের মানসিকতাকে সেভাবেই তৈরি করার আহ্বান জানান।
চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন বলেন, চবি মেডিকেল সেন্টারের আধুনিকায়ন খুবই প্রয়োজন ছিল, আজকে তা সফল হয়েছে। এটা আমাদের অনেক দিনের প্রত্যাশা ছিল। বর্তমান প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টায় এ সেবা চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে।
চবি মেডিকেল সেন্টারের চীফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, নতুনভাবে অনেকগুলো টেস্ট চালু করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের উন্নতিতে ও শিক্ষার্থীদের সেবার মান নিশ্চিত করতে চালু হলো প্যাথলজি বিভাগ। আজ এ কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে করা যাবে নতুনভাবে সংযোজিত টেস্টগুলো। প্যাথলজির সেবা সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে।
চবি মেডিকেল সেন্টারের চীফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে এবং চবি ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) মোহাম্মদ হোসেন এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চবি সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো এনায়েত উল্যা পাটওয়ারী,অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরীয়া, চবি শাহ আমানত হলের প্রভোস্ট প্রফেসর ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান, চবি রসায়ন বিভাগের প্রফেসর ড. মনির উদ্দিন, চবি মার্কেটিং বিভাগের প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, চবি বনবিদ্যা ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের প্রফেসর ড. বায়েজীদ মাহমুদ খান, চবি পরিসংখ্যান বিভাগের প্রফেসর ও চবি এস্টেট শাখার প্রশাসক মোহাম্মদ মঞ্জুর মোর্শেদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, মেডিকেল সেন্টারের চিকিৎসক কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন অফিস প্রধান ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন।
উল্লেখ্য, এ প্যাথলজি বিভাগ উদ্বোধনের মাধ্যমে CVC (সিভিসি), Serum Bilirubin (সিরাম বিলিরুবিন), Lipid Profile (লিপিড প্রোফাইল), Serum Creatinine (সিরাম ক্রিয়েটিনিন), Serum Urea (সিরাম ইউরিয়া), Uric Acid (ইউরিক এসিড), Serum Albumin (সিরাম অ্যালবুমিন), Glucose – Single Sample (গ্লুকোজ-সিঙ্গেল স্যাম্পল), Serum Calcium (সিরাম ক্যালসিয়াম), CRP – C-Reactive Protein (সি-আর-পি), HBsAg (এইচ-বি-এস-অ্যান্টিজেন), Widal Test (উইডাল টেস্ট), Pregnancy Test (প্রেগন্যান্সি টেস্ট), Urine for R/E (ইউরিন ফর আর/ই), Stool for R/E (স্টুল ফর আর/ই), Dope Test – 5 Parameter (ডোপ টেস্ট – ফাইভ প্যারামিটার), Blood Grouping & Rh Factor (ব্লাড গ্রুপিং অ্যান্ড আরএইচ ফ্যাক্টর) পরীক্ষা করা যাবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রী ও ক্যাম্পাসের বসবাসরত সকলে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্যাথলজি শাখায় পূর্বের বিভিন্ন প্যাথলজিক্যাল টেস্টের সাথে নতুনভাবে প্যাথলজিক্যাল টেস্টগুলো করতে পারবেন।