
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, বিএনপি এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় অতন্ত্র প্রহরী। যারা গণতন্ত্র পুন:রুদ্ধারে দীর্ঘ ১৬ বছর একটি স্বৈরাচার সরকারের বিরুদ্ধে লড়াই করেছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট, স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছি। জনগণকে সম্পৃক্ত করে আমাদের সে ঐতিহাসিক আন্দোলন সংগ্রামের মূল লক্ষ্য ছিল জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। সে অভিষ্ট লক্ষ্য বাস্তবায়নেই বিএনপি কাজ করছে। এখন বিএনপিই জনগণের একমাত্র আস্থা ও ভরসা। তাই এই দলে কোন অন্যায়কারীকে, কোন অপরাধীকে স্থান দেওয়া যাবেনা। সমাজে যারা সৎ ও স্বজ্জন, যারা মানুষের কল্যাণে কাজ করে তাদেরকে দলের সদস্য করতে হবে। যারা এই দলের সদস্য হবে তারা পরিচয় দিতে পারবে সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দলের সদস্য। তাই যাচাই-বাছাই করে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন করতে হবে।
তিনি আরও বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হলো নির্বাচন। নির্বাচনকে নিয়ে এখনো নানামুখী ষড়যন্ত্র চলছে। পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করা নির্বাচনকে বানচাল করার একটি অপপ্রয়াস। কেননা জনগণ তাদের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচন করতে চায়। তাদের নির্বাচিত জনপ্রতিনিধি সংসদে গিয়ে তার এলাকার সমস্যা নিয়ে কথা বলবে। এলাকার উন্নয়নে কাজ করবে এবং সুখে-দুখে এলাকার মানুষের পাশে থাকবে। গত ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ অধিকার থেকেই জনগণকে বঞ্চিত করেছে। তাই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারলেই আমাদের দীর্ঘ ১৬ বছরের আন্দোলন ও সংগ্রাম এবং সকল আত্মত্যাগ সার্থক হবে।
২৪ আগষ্ট (রবিবার) বিকালে পাঁচলাইশ হামজারবাগস্থ সেন্ট্রাল হলে ০৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডে সংসদীয় আসন ভিত্তিক বিএনপির নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচির “শুভ উদ্বোধন” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
০৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী মো. আসলাম এর সভাপতিত্বে এবং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল আলম মুন্সী ও সাবেক সিনিয়র য্গ্মু সম্পাদক এম এ হামিদ দিদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসকান্দর মির্জা, সাবেক যুগ্ম সম্পাদক মঞ্জুর আলম মঞ্জু, সাবেক সহ-সাধারণ সম্পাদক জি এম আইয়ুব খান, ৪৩নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এস. এ সেলিম, ০৩নং পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু কালাম আবু, ৪৩নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। এতে আরও বক্তব্য দেন পাঁচলাইশ থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, এনাম সও., মো. ইসমাঈল, আবুল খায়ের, এম এ নাসের, এরশাদ হোসেন, রাজন খান, ফখরুল ইসলাম শাহীন, মহিউদ্দিন রুবেল, মো. জসিম, আবুল বশর, মো. আলী, মফজল কোং, মো. সাগর প্রমুখ।