আজ : বুধবার ║ ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ইন্টার-সেমিস্টার স্পোর্টস টুর্নামেন্ট সম্পন্ন

দেশচিন্তা ডেস্ক: প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ইন্টার-সেমিস্টার স্পোর্টস টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। ২০ আগস্ট টুর্নামেন্টের প্রথম দিনে ইংরেজি বিভাগের ছাত্রীদের মধ্যে লুডু, ক্যারাম ও মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতার আয়োজন করা হয়। লুডু খেলায় ১ম হয় ৫ম সেমিস্টারের ছাত্রী বর্ষা শীল, ২য় হয় ২য় সেমিস্টারের ছাত্রী ফাল্গুনী আচার্য্য। ক্যারাম খেলায় চ্যাম্পিয়ন হয় ১ম সেমিস্টারের ছাত্রী দীপা চৌধুরী, রানার আপ হয় ৫ম সেমিস্টারের ছাত্রী মেহেরুন নেছা। মিউজিক্যাল চেয়ার খেলায় চ্যাম্পিয়ন হয় ২য় সেমিস্টারের ছাত্রী আয়েশা বিনতে জেরিন, রানার আপ হয় ১ম সেমিস্টারের ছাত্রী সামিরা আকতার। ২১ আগস্ট দ্বিতীয় দিনে চান্দগাঁও এলাকার ফরচুন স্পোর্টস এরেনায় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ছাত্রদের ফুটবল খেলা ও ছাত্রীদের পেনাল্টি কিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফুটবল খেলায় গ্রুপ পর্বে ছাত্রদের ৮টি টিম অংশ নেয়, খেলা হয় ১২টি। এরপর সেমিফাইনালে অংশ নেয় ৪টি টিম (কোরাম-৪০, উইজডম ওয়ারিয়র্স-৪২, সিন্ডিকেট-৪১ ও ডেল ডমিনেটরস-৪৫)। ফাইনালে উপনীত হয় কোরাম-৪০ ও সিন্ডিকেট-৪১। ফাইনালে সিন্ডিকেট-৪১ টিম চ্যাম্পিয়ন হয় এবং কোরাম-৪০ রানার আপ হয়। ফুটবল খেলায় সর্বোচ্চ গোলদাতা হয় সিন্ডিকেট-৪১ টিমের বাবু, প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হয় কোরাম-৪০ টিমের তাহসিন, সেরা গোলরক্ষক হয় সিন্ডিকেট-৪১ টিমের নয়ন। প্রত্যেক ইন্ডিভিজ্যুয়াল গ্রুপ স্টেজ ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হয় ১২ জন, সেমিফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ হয় ২ জন, ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ হয় ১ জন। ছাত্রীদের পেনাল্টি কিক প্রতিযোগিতায় ১ম সেমিস্টারের ছাত্রী সুমাইয়া রহিম চ্যাম্পিয়ন হয় এবং ৪র্থ সেমিস্টারের ছাত্রী শাকিলা জান্নাত রানার আপ হয়।

(২৪ আগস্ট), রবিবার, সকাল ১১টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ইংরেজি বিভাগের ইন্টার-সেমিস্টার স্পোর্টস টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। তিনি বলেন, খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতার প্রকাশ নয়, এটি মানসিক দৃঢ়তা, দলগত চেতনা এবং নেতৃত্বের গুরুত্বপূর্ণ অনুশীলন ক্ষেত্র। একজন শিক্ষার্থী যখন খেলাধুলায় অংশগ্রহণ করে, সে তখন আত্মবিশ্বাসী হয়ে উঠে, শৃঙ্খলা শেখে, ব্যর্থতা থেকে শিক্ষা নিতে শেখে এবং সাফল্য অর্জনের পথ তৈরি করে। এই আয়োজন প্রমাণ করে যে, আমাদের শিক্ষার্থীরা শুধু একাডেমিক নয়, সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমেও সমান দক্ষ। আমি ইংরেজি বিভাগকে ধন্যবাদ জানাই এমন একটি প্রাণবন্ত আয়োজন করার জন্য। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও বন্ধন গড়ে তোলে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় শিক্ষার্থীদের সার্বিক বিকাশে সহায়তা করতে অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও এমন আয়োজনের ধারা অব্যাহত থাকবে বলে আমি আশা করি।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর সাদাত জামান খান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ জসীম উদ্দীন, ডিরেক্টরেট অব স্টুডেন্টস ওয়েলফেয়ারের এডভাইজার ড. আবদুর রহিম, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, গাজী শাহাদাত হোসেন, রুমানা চৌধুরী, স্পোর্টস কোঅর্ডিনেটর সুমিত চৌধুরী, সহকারী অধ্যাপক ফাউজুল কবির, সারাহ ঈশিতা, সৈয়দা সালমা আকতার এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ