
দেশচিন্তা ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ৫৮ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে পল্টনস্থ দলীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী প্রার্থীদের নাম ঘোষণা করেন। প্রার্থীরা খেজুর গাছ প্রতীক নিয়ে নিজ নিজ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন।
এ সময় উপস্থিত ছিলেন- দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মুফতি শেখ মুজিবুর রহমান, মাওলানা তাহের কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, যুগ্ম মাওলানা আব্দুল হক কাউসারী, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, সহকারী মহাসচিব মাওলানা জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, মাওলানা আফযাল হুসাইন রাহমানী, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, অফিস সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুফতি জাবের কাসেমী, মাওলানা রুহুল আমিন নগরী ও মাওলানা বোরহান উদ্দিন প্রমুখ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ৫৮টি আসনের প্রার্থীরা হলেন-
ময়মনসিংহ বিভাগ: জামালপুর-১ প্রফেসর মোহাম্মদ আশরাফ হোসেন, জামালপুর-২ আলহাজ্ব মাওলানা আইয়ুব আলী, জামালপুর-৩ আলহাজ্ব মুফতি শামসুদ্দিন, জামালপুর-৪ মুফতি আব্দুল আলিম সাদিক ও জামালপুর-৫ আলহাজ্ব মাওলানা আবুল কাশেম।
ময়মনসিংহ-১ মাওলানা আমিনুল ইসলাম, ময়মনসিংহ-২ মাওলানা আবু রায়হান, ময়মনসিংহ-৩ মুফতি নাজিম উদ্দীন, ময়মনসিং-৭ মাওলানা মোজাম্মেল ফকির, ময়মনসিংহ-৯ মুফতি ইব্রাহিম কাসেমী, ময়মনসিংহ-১০ মুফতি শাহ হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী।
নেত্রকোনা-১ মাওলানা মোস্তাফিজুর রহমান নোমানী, নেত্রকোনা-২ মুফতি আনিসুর রহমান, নেত্রকোনা-৩ মাওলানা হারুনুর রশিদ, নেত্রকোনা-৪ মুফতি আনোয়ার হোসাইন, নেত্রকোনা-৫ মাওলানা ফারুক আহমদ।
রংপুর বিভাগ: পঞ্চগড়-১ আলহাজ্ব মাওলানা আমিরুজ্জামান, ঠাকুরগাঁও-১ মো. ফজলুল হক প্রধান, ঠাকুরগাঁও-২ মুফতি আব্দুর রহিম, ঠাকুরগাঁও-৩ মোঃ জামশেদ আলী।
দিনাজপুর-১ মুফতি মোহাম্মদ শোয়াইব, দিনাজপুর-২ মাহমুদুল হাসান সানোয়ার, দিনাজপুর-৩ মাওলানা মতিউর রহমান কাসেমী, দিনাজপুর-৪ মাওলানা জিয়াউর রহমান, দিনাজপুর-৫ সুলতান আহমদ ও দিনাজপুর-৬ মাওলানা ইমামুল হক।
নীলফামারী-১ মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নীলফামারী-২ মুফতি আবদুল্লাহ আল মঞ্জুর, নীলফামারী-৩ মাওলানা জাফর আহমদ, নীলফামারী-৪ হাফেজ মাওলানা রেজাউল করিম।
রংপুর-১ মাওলানা সালমান দামী, কুড়িগ্রাম-১ মাওলানা সিরাজুল ইসলাম। কুড়িগ্রাম-২ আলহাজ্ব মাওলানা ইসলাম হোসেন, কুড়িগ্রাম-৩ মাওলানা আবুল কালাম আজাদ, কুড়িগ্রাম-৪ মুফতি আমীর হামজা।
রাজশাহী বিভাগ: জয়পুরহাট-১ মাওলানা বোরহান উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ-৩ মোহাম্মদ ইব্রাহীম, নওগাঁও-২ মাওলানা হেলাল হাসিম, নওগাঁও-৩ মাওনা ফিরোজ আহমদ মাদানী, নওগাঁও-৫ মাওলানা মুফতি রাশেদ ইলিয়াস ও নওগাঁও-৬ মাওলানা কাজী মোজাফফর হোসেন। নাটোর-২ মাওলানা নুর কুতুবুল আলম ও নাটোর-৩ মাওলানা জহুরুল ইসলাম।
খুলনা বিভাগ: মাগুরা- ১ মাওলানা কাজী জাবের তাজাল্লী, নড়াইল-১ মুফতি আব্দুর রাকিব, নড়াইল-২ মুফতি তালহা ইসলাম ও বরগুনা-১ মাওলানা মোঃ হাসান।
বরিশাল বিভাগ: পটুয়াখালী-১ মাওলানা আব্দুল হক কাউসারী, পটুয়াখালী-২ মাওলানা জাকির হোসাইন, পটুয়াখালী-৩ মাওলানা মোতাহার উদ্দিন ও পটুয়াখালী-৪ মুফতি ওমর ফারুক।
ভোলা-১ মুফতি জুবায়ের বিন ফিরোজ, বরিশাল-৫ মাওলানা মুখলেসুর রহমান, বরিশাল-৬ মাওলানা আবু সুফিয়ান, ঝালকাঠি-১ মাওলানা মুস্তাফিজুর রহমান, পিরোজপুর-১ মাওলানা শেখ মুজিবুর রহমান, পিরোজপুর-২ মাওলানা মাহমুদুল হাসান।
সিলেট বিভাগ: সিলেট-১ মাওলানা আব্দুল মালিক চৌধুরী।
এর আগে দলটি ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা করে। এ নিয়ে দলটি ১৪৮ আসনে প্রার্থী ঘোষণা করলো।