
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের অক্সিজেন এলাকার মীর বাড়ি নিবাসী ও মসজিদে তাইয়েবার সেক্রেটারি মীর মোহাম্মদ মোশাররফ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি মসজিদে তাইয়েবার সাবেক মোতওয়াল্লি মরহুম মীর মোহাম্মদ শোয়াইবের ছোট ছেলে।
শুক্রবার (২২ আগস্ট) আসরের নামাজ শেষে মসজিদে তাইয়েবার প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম, মাওলানা মামুনুর রশিদ নূরী, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ শফিউল আজম এবং বায়েজিদ থানা জামায়াতের আমির জাকের হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম মহানগরীর শূরা সদস্য অধ্যাপক লেয়াকত আলী ছিদ্দিকী, সাবেক ছাত্র নেতা ড. আ ম ম মসরুর হোসাইন, বায়েজিদ থানা সেক্রেটারি ইসমাইল হোসেন সিরাজী, এসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ আবুল মনসুর, ওয়ার্ড আমির হাফেজ মাওলানা মনিরুল ইসলাম, স্থানীয় মুসল্লিরা।
জানাজার নামাজে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।
জানাজা শেষে অক্সিজেন মসজিদে তাইয়েবার পাশে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
বক্তারা মরহুমকে দ্বীনের একনিষ্ঠ খাদেম হিসেবে স্মরণ করে বলেন, তিনি জীবদ্দশায় মসজিদ পরিচালনা ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। আল্লাহ তাঁর গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদাউসে স্থান দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দিন।















