আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র’র তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

দেশচিন্তা ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফুটবলের ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটনে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (২২ আগস্ট) এই ঘোষণা দিয়েছেন। সঙ্গে আবার মজা করে বলেন, সোনার ট্রফিটা তিনি কি নিজের কাছে রাখতে পারবেন?

আসন্ন বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। ৪৮ দলের এই টুর্নামেন্টের ড্র হবে যুক্তরাষ্ট্রের রাজধানীতে কেনেডি সেন্টারে।

হোয়াইট হাউসের ওভাল অফিসে ঘোষণা দেওয়ার সময় ট্রাম্পের পাশে ছিলেন ফিফা প্রধান জিয়ান্নি ইনফ্যান্তিনো। ট্রাম্প বলেন, ‘এটা সবচেয়ে বড়, সম্ভবত খেলাধুলার সবচেয়ে বড় ইভেন্ট।’

ফিফা প্রেসিডেন্ট ইনফ্যান্তিনোর সঙ্গে বিলিয়নিয়ার ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ড্রয়ের তারিখ ঘোষণার সময় তিনি বিশ্বকাপ ট্রফি সঙ্গে নিয়ে আসেন এবং ট্রাম্পকে সেটি হাতে ধরতেও দেন।

ইনফ্যান্তিনোও এই সময় মজা করেন এভাবে, ‘শুধু ফিফা সভাপতি, দেশগুলোর প্রেসিডেন্ট এবং যারা জেতে তারাই এটাকে ছুঁতে পারে। কারণ এটা শুধু বিজয়ীদের জন্য। আর যেহেতু আপনি একজন বিজয়ী, অবশ্যই আপনিও এটা ছুঁতে পারেন।’

‘আমি কি এটা রাখতে পারি?’ হাসতে হাসতে জবাব দেন ট্রাম্প, যিনি গত বছর হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে জয়লাভ করেছেন। তিনি দুই হাতে ট্রফি তুলে ধরে বলেন, ‘এটা সত্যিই অসাধারণ সোনার টুকরো।’

মজার ওই মুহূর্তে একবার অবশ্য দুশ্চিন্তারও সৃষ্টি হয়েছিল, যখন ট্রাম্প বিশ্বকাপ ট্রফিটি রাখতে গিয়ে প্রায় ফেলে দিচ্ছিলেন। তবে ইনফ্যান্তিনো হাত বাড়িয়ে সেটিকে সামলে দেন।

পরে ইনফ্যান্তিনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে একটি বিশাল প্রতীকী টিকিট উপহার দেন-রো ১, সিট ১। ২০২৬ সালের ১৯ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের ওই টিকিট হাতে নেন ট্রাম্প ।

২০১৮ সালে ট্রাম্পের প্রথম মেয়াদকালে যুক্তরাষ্ট্রকে ২০২৬ বিশ্বকাপের যৌথ আয়োজক হিসেবে ঘোষণা করা হয়েছিল। তিনি ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে যান, তবে গত বছর দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ