
দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন বাংলাদেশ বিনির্মানে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে রাঙামাটির গুরুত্বপূর্ণ হাট বাজারগুলোতে লিফলেট বিতরণ ও পথসভা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতা অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
শনিবার (২৩ আগস্ট) সাপ্তাহিক হাট বারের দিন রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে সকাল থেকে দুপুর পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এই কর্মসূচী পালন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
লিফলেট বিতরণ কার্যক্রম শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, রাঙামাটির রিজার্ভ বাজারসহ বিভিন্ন এলাকায় এখনো পর্যন্ত ফ্যাসিষ্ট সরকারের লোকজন অবস্থান করছে এবং স্বৈরাচারের প্রতিনিধিদের সাথে রাঙামাটি জেলা বিএনপির কেউ কেউ সম্পর্ক রেখে তাদেরকে ছায়া দিয়ে যাচ্ছেন বলে শুনা যাচ্ছে।
যদি এমন কারো পরিচয় দলীয় নেতাকর্মীরা জানতে পারে তাহলে সাধারণ নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। দীপেন দেওয়ান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান দেশের কল্যাণে যে ৩১ দফা ঘোষণা করেছেন; সেগুলো বাস্তবায়নে দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাধারণ জনমানুষের কাছে বিএনপির বার্তা পৌছে দিতে হবে। যার ফলে আগামী নির্বাচনে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে বিপুল ভোটে বিএনপিকে ক্ষমতায় আনবে।
এসময় রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সহ-সভাপতি জহির আহমেদ সওদাগর, জেলা বিএনপির উপদেষ্টা রফিক আহমেদ, জেলা শ্রমিকদল সভাপতি মমতাজ মিয়া, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, জেলা বিএনপির কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ ফজরুল রশীদ সেলিম, সহ-সাধারণ সম্পাদক আকবর আলী, জেলা মৎসজীবী দলের আহ্বায়ক ও জেলা বিএনপির মৎস বিষয়ক সম্পাদক নুরুল আলম বাচা, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়া, সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাছির, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম, বিএনপি নেতা শফি, পৌর শ্রমিকদলের সভাপতি ইদ্রিস মিয়া,জেলা যুবদলের সহ সভাপতি মোঃশাহ আলম,সহ সাধারণ সম্পাদক মোঃকামাল হোসেন,সদস্য সেলিম,রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদুল আলম,যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমা,যুগ্ম আহ্বায়ক নূর নবী,বিনয় চাকমা, সদস্য মান্নান, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন, রাঙামাটি পৌর ছাত্রদলের সদস্য সচিব আব্দুস শাকুর জাবেদ, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দীন অর্নব, রাঙামাটি পাবলিক কলেজ ছাত্রদলের সভাপতি তানিমসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এসময় লিফলেট বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেছেন।