
দেশচিন্তা ডেস্ক: প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ইউনিভার্সিটির উদ্যোগে পাবলিক প্রকিউরমেন্ট-এর উপর ওয়ার্কশপ সিরিজের চতুর্থ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট), সকাল ১১টায় ‘পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট (পিপিএ)-২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর)-২০০৮’ বিষয়ক এই ওয়ার্কশপে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব জনাব মোহাম্মদ আশরাফুল আমিন। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির।
রিসোর্স পার্সন জনাব মোহাম্মদ আশরাফুল আমিন পিপিআর ও পিপিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি টেন্ডার বা দরপত্রের সংজ্ঞা, বিভিন্ন প্রকারের টেন্ডার বা দরপত্রের বর্ণনা, দরপত্রের ডকুমেন্টস প্রস্তুতকরণ, পিজি বা পিডব্লিউ নির্বাচন, স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্টস হতে ডকুমেন্ট নির্ধারণ ও সিপিটিইউ ওয়েবসাইট থেকে প্রযোজনীয় ডকুমেন্টসমূহ ডাউনলোডের লিংক প্রভৃতি বিষয়ে গুরুত্বপূর্ণ বিবরণ প্রদান করেন।
ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।