আজ : মঙ্গলবার ║ ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৫শে সফর, ১৪৪৭ হিজরি

উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে ৫০ হাজার ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৯টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম আঞ্জুমানপাড়া সীমান্তে এ অভিযান চালানো হয়। বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক মোহাম্মদ কাউছার (২৮) উখিয়ার পালংখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকার মৃত আমিরুজ্জামানের ছেলে।

লে. কর্নেল জসীম উদ্দীন বলেন, সাম্প্রতিক সময়ে উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে মাদকপাচারের তৎপরতা বেড়েছে। এতে সীমান্তে বিজিবি টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় রাতে পশ্চিম আঞ্জুমানপাড়াস্থ ১৯ নম্বর সীমান্ত পিলারের কাছাকাছি এলাকায় বিজিবির একটি টহলদল অবস্থান করছিল। এক পর্যায়ে মৎস্য ঘেরে চলাচল করার পথ দিয়ে মিয়ানমার দিক থেকে আসা সন্দেহজনক এক ব্যক্তিকে দেখতে পান বিজিবির সদস্যরা। এসময় তাকে থামার নির্দেশ দিলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবির সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হন।

আটকের পর দেহ তল্লাশি করে গেঞ্জি দিয়ে প্যাঁচানো অবস্থায় ৫০ হাজার ইয়াবা ও একটি দা উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ