আজ : সোমবার ║ ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে ‘ড্রামা ফেস্ট স্প্রিং-২০২৫’

দেশচিন্তা ডেস্ক: প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সপ্তম অর্ধবর্ষের শিক্ষার্থীরা তাদের ‘ড্রামা ফেস্ট স্প্রিং-২০২৫’ আয়োজন করেছে। এটি ছিল নাট্যশিল্প, সৃজনশীলতা ও সাহিত্যিক দক্ষতার এক অনন্য উদযাপন।

(১৪ আগস্ট, বৃহস্পতিবার একটানা সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা কালজয়ী ও আধুনিক নাটকের মনোমুগ্ধকর অভিনয় উপস্থাপন করে।
এই উৎসবে শেক্সপিয়ারের ‘কমেডি এ মিডসামার্স নাইটস ড্রিম’ থেকে শুরু করে ড. মোহীত উল আলমের আধুনিক প্রেমের গল্প ‘হ্যামলেট ইন লাভ’-সহ নানা ধরনের নাটক মঞ্চস্থ হয়, যা শিক্ষার্থীদের অভিনয়, নির্দেশনা ও মঞ্চদক্ষতার অসাধারণ প্রতিভা প্রদর্শন করে। এছাড়া আরো প্রদর্শিত হয় জর্জ বার্নার্ড শ’র ‘আর্মস এন্ড দ্যা ম্যান’ (অ্যাক্ট ২ ও ৩), বেন জনসনের ‘ভোলপনি’ (অ্যাক্ট ২, দৃশ্য ৩), ফ্রিৎস কারিন্থির ‘দ্যা রিফান্ড’ এবং এডমন্ড রোস্ট্যান্ডের ‘দ্যা রোমানসারস’ (অ্যাক্ট ১)-এর মতো বিখ্যাত নাটক। ‘এ হিস্ট্রি অফ দ্যা থিয়েটার’ কোর্সের অংশ হিসেবে সহকারী অধ্যাপক শান্তনু দাশের নির্দেশনায় নাটকগুলো মঞ্চস্থ হয়।

এই নাট্য উৎসবের উদ্বোধন করেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির। উদ্বোধনকালে রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির বলেন, থিয়েটার একটি প্রায়োগিক বিষয়। এটি নাটক মঞ্চস্থ করার মাধ্যমে উপলব্ধি করতে হয়। আরো উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ জসীম উদ্দীন ও প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ